শিরোনাম
◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০১:৪২ রাত
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডের অধিনায়ক মরগান বললেন, বাংলাদেশ দল আমাদের জন্য হুমকি

স্পোর্টস ডেস্ক : টানা দুই বিশ্বকাপে বাংলাদেশের কাছে হেরে আসর থেকেই বিদায় নেয় চলতি আসরের স্বাগতিক দল ইংল্যান্ড। এবারে তারা হট ফেবারিট হলেও বাংলাদেশ এখন অনেক পরিণত দল। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে মাশরাফিরা। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে দুই উইকেটে হারলে কিউইরা এই জয় তুলতে ভালোই নাকানি-চুবানি খেয়েছে বাংলাদেশের কাছে। আগামীকাল শনিবার বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ইয়ন মরগানরা। মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে গত দুই বিশ্বকাপের কথা অকপটেই মনে পড়ে গেলো ইংলিশ এই অধিনায়কের। তাইতো শনিবারের ম্যাচটা যে স্বাগতিকদের জন্য বড় এক হুমকি সেটি বলতে দ্বিধা করেননি তিনি।

আগামীকাল সোফিয়া গার্ডেনসে হারলে ইংলিশদের জন্য হয়ে যাবে হ্যাটট্রিক হার। সংবাদ সম্মেলনে মরগানকে মনে করিয়ে দেয়া হল সেটি। সেই কথা মনে করেই মরগান বলেন, ‘কঠিন এক পরীক্ষাই অপেক্ষা করছে আমাদের জন্য। বাংলাদেশ খুব কঠিন প্রতিদ্ব›দ্বী। ভালো একটি দল। তাদের কিছু খেলোয়াড় আছে যারা খুবই অভিজ্ঞ। বাংলাদেশ আমাদের জন্য হুমকি।’

কেনো হুমকি মনে করছেন সে ব্যাখ্যাও দিলেন মরগান, ‘দ. আফ্রিকাকে তারা যেভাবে হারিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে যেভাবে লড়াই করেছে, তা অবশ্যই প্রশংসনীয়। তাছাড়া এই কার্ডিফেই মনে হয় ২০০৫ সালে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং, স্পিন ও সিম বোলিং- এই তিনটি খুব ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়