শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ১২:৪৯ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০১৯, ১২:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীতে পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর

মৌরী সিদ্দিকা : নোয়াখালীতে পরকীয়ার অভিযোগে ইটভাটার এক নারী ও এক পুরুষ শ্রমিককে গাছে বেঁধে প্রকাশ্যে লাঠি দিয়ে পেটানো হয়েছে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বুধবার রাতে ওই নারী বাদী হয়ে তাদের থানায় মামলাটি করেন। বিডি নিউজ

মামলার এজাহারে সদর উপজেলার আণ্ডারচর ইউনিয়নের বুদ্ধিনগর এলাকার জাফর নামে এক গ্রাম্য চিকিৎসকসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন বলে জানান ওসি আনোয়ার।
স্থানীয়রা বলেন, ওই নারী বুদ্ধিনগর এলাকায় থেকে স্থানীয় একটি ইটভাটায় কাজ করেন। তিনি মা ও দুই সন্তানকে নিয়ে থাকেন। দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।

ওই নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে, আর পাশ এক নারীকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছেন জাফর। মারতে মারতে জাফর একসময় তার ওড়না টেনে প্রায় খুলে ফেলেন। এর কিছুক্ষণ পর ওই ব্যক্তিকেও লাঠি দিয়ে পেটানো হয়।

দফায় দফায় মারধরের একপর্যায়ে ওই ব্যক্তিকে বেঁধে রাখা অবস্থার তার মাথার চুল ফেলে ন্যাড়া করা হয়।
এ সময় বিভিন্ন বয়সের ১০-১৫ জন লোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তি বলেন, তিনি তার সহকর্মী ওই নারীর কাছে দুই হাজার টাকা পেতেন। টাকা আনার জন্য রোববার সকালে তার বাড়ি গেলে স্থানীয় কিছু লোকজন ‘মিথ্যা অপবাদ’ দিয়ে তাকে ধরে নিয়ে যায়। ‘পরে আমার সহকর্মী ও তার মা অনুরোধ করলেও তারা আমাকে ছাড়েনি। উল্টো আমার সঙ্গে ওই নারীকেও মারধর করে।’

ওসি আনোয়ার বলেন, ‘গণমাধ্যম কর্মীদের কাছ বিষয়টি থেকে জানার পর বুধবার সন্ধ্যায় নির্যাতনের শিকার ওই নারী, জাফরের স্ত্রী ও তার মাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছ।’
পুলিশ ঘটনা তদন্ত করছে বলে তিনি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়