শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ১১:৫৪ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০১৯, ১১:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুরের ওপর হামলা, ছাত্রলীগের তদন্ত প্রতিবেদন হয়নি ৮ দিনেও

মুহাম্মদ ইলিয়াস হোসেন, ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডকিসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গঠিত ছাত্রলীগের তদন্ত কমিটি আটদিনেও প্রতিবেদন দিতে পারেনি।

নুরের ওপর বগুড়া ও ব্রাহ্মণবাড়িয়ায় হামলার ঘটনায় নিন্দা জানিয়ে গত ২৯ মে তদন্ত কমিটি গঠন করে ছাত্রলীগ। কমিটিকে তিনদিনের মধ্যে সরেজমিনে তথ্য-উপাত্ত সংগ্রহ করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়।

তিন সদস্যের ওই তদন্ত কমিটিতে ছিলেন ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ফুয়াদ হোসেন শাহাদাত , উপ-সম্পাদক মো. সুজন শেখ ও শাহাদুল হোসেন আল মুরাদ।

তদন্ত কমিটিতে থাকা আইন বিষয়ক উপ-সম্পাদক মো. সুজন শেখ বলেন, ‘আমি ভিডিও ফুটেজ দেখে একটি মোটামুটি তথ্য শাহাদাতের কাছে দিয়েছি। ’

শুক্রবার ফুয়াদ হোসেন শাহাদাত বলেন, ‘আসলে ঈদ চলে আসায় আমাদের হাতে তদন্ত করার মতো সময় ছিল না। বাড়িতে চলে এসেছি। তবে তদন্ত শেষ হয়েছে। এখন সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ক্যাম্পাসে এসে এ বিষয়ে আপনাদের জানাবেন।’

ভিপি নুর ইফতার মাহফিলে অংশ নিতে গেলে গত ২৬ মে বগুড়া ও ২৫ মে ব্রাহ্মণবাড়িয়ায় তার ওপর হামলা হয়। উভয় জায়গার হামলাকারীরা ছাত্রলীগের নেতাকর্মী বলে অভিযোগ তার। বগুড়ায় হামলায় তিনি ও যমুনা টেলিভিশনের ভিডিওগ্রাফার শাহনেওয়াজ শাওনসহ বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রায় ২০ জন নেতাকর্মী আহত হন।

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়