শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৮ জুন, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ০৮ জুন, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা ক্লোজড, ডয়চে ভেলের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মঈন মোশাররফ : জার্মানির বার্লিনে প্রথমবারের মতো অনুষ্ঠিত জলবায়ু নিরাপত্তা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সেখানে মুখোমুখি হয়েছেন ডয়চে ভেলের, কথা বলেছেন নির্বাচন, রোহিঙ্গা ও জলবায়ু সংকট নিয়ে।

বৃহস্পতিবার ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মুহিউদ্দীনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে আলোচনা ধুলোয় মিশে গেছে, এ আলোচনা শেষ। এ বিষয়ে আন্তর্জাতিক স¤প্রদায়ের সঙ্গে এখন আর কোনো আলোচনা করার সুযোগ নেই। আপনারা এখনও বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে নানা প্রশ্ন করেন এবং ইস্যু তৈরির চেষ্টা করেন। এই চ্যাপ্টার ক্লোজড। বরং, আগামী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবেলাই আসল লক্ষ্য।

রোহিঙ্গা সংকট বিষয়ে তিনি বলেন, তাদের ফিরে যাওয়াই সংকটের একমাত্র সমাধান। রোহিঙ্গাদের রেখে দেয়ার কোনো পরিকল্পনা নেই সরকারের । মিয়ানমারের প্রতি রোহিঙ্গাদের আস্থা নেই। তাই গেল বছরের ১৫ নভেম্বর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করা সম্ভব হয়নি। তবে রোহিঙ্গাদের আস্থা ফেরাতে উদ্যোগ নিতে মিয়ানমার রাজি হয়েছে।
ভারতের নির্বাচন নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের মানুষ ভোটের মধ্য দিয়ে কোন দলকে ক্ষমতায় আনলো, সেটা নিয়ে মন্তব্য করবে না বাংলাদেশ । তবে দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করে, সকল সংকটের সমাধান সম্ভব।
আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্র তৈরিতে সার্ক ও বিমসটেক নিজস্ব গতিতে চলবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী ।

সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়