শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ০৯:০০ সকাল
আপডেট : ০৭ জুন, ২০১৯, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্মিথের ইনিংস থেকে শিক্ষা নেওয়া উচিত, বললেন হোল্ডার

স্পোর্টস ডেস্ক : গতকাল বিশ্বকাপের ১০ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমেছিলো অজিরা। সেই ম্যাচে টপ অর্ডারের ব্যাটসম্যানরা যখন ব্যর্থ তখন ধর্য্য ধরে ব্যাটিং কর গেছেন স্টিভ স্মিথ। তাই তার ১০৩ বলে ৭৩ রানের ধৈর্যশীল ইনিংস থেকে দলের টপঅর্ডারকে শিক্ষা নিতে বললেন উইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টেন্ট ব্রিজে অজিদের কাছে ১৫ রানে হেরে যাওয়ার পর সংবাদ সম্মেলনে এমনটা বলেছেন তিনি।

প্রথম ইনিংসে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার ৩৮ রানে চার উইকেট চলে যায়। সেখান থেকে ২৮৮ রানে পৌঁছায় অজিরা। মাঝে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির সঙ্গে ৬৮ রানের জুটি গড়েন স্মিথ। এরপর ন্যাথান কোলটার নাইলের সঙ্গে ১০২ রানের গুরুত্বপূর্ণ আরেকটি জুটি গড়েন স্মিথ। ম্যাচ শেষে জেসন হোল্ডার জানান, ‘আমরা অবশ্যই গত ম্যাচে সুযোগ হাতছাড়া করেছি। আমরা এখান থেকে শিখতে পারি। এই ম্যাচে হেরে গিয়ে আমরা হতাশ। খেলায় জুটিই বড় ব্যবধান গড়ে দেয়।’

তিনি আরো বলেন, ‘স্টিভ এবং অ্যালেক্স এবং তারপরে ন্যাথান কোলটার নাইল যেমনটা গড়তে পেরেছে। তারা ইতিবাচক ছিল। স্টিভ খুবই ধৈর্য সহকারে খেলেছে। স্টিভ যেভাবে খেলেছে উপরের চারজনের সেভাবে খেলা উচিত ছিল।’

ম্যাচে পিছিয়ে থেকেও জিততে পারায় অজিদের কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি হোল্ডার। ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের ম্যাচগুলোতে খেলতে চান তিনি। হোল্ডার বলেন, ‘সবার ভুল থেকে শেখা উচিত। দায়িত্ব নেওয়া উচিত। বিশেষ করে রান তাড়া করার সময়। অস্ট্রেলিয়াকে কৃতিত্ব দিতেই হবে। তারা সত্যিকার অর্থেই দারুণ খেলেছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়