শিরোনাম
◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ০৩:৪৯ রাত
আপডেট : ০৭ জুন, ২০১৯, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’ এমন প্রবাদ সঙ্গে নিয়েই ঈদের ছুটিতেও কর্মব্যস্ত যারা

সাজিয়া আক্তার : ঈদের আনন্দ প্রিয়জনের সঙ্গে কাটাতে, রাজধানীবাসী নাড়ির টানে বাড়ি গেলেও, সেবামূলক প্রতিষ্ঠান ও টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরতদের ঈদ কাটছে সহকর্মীদের নিয়ে। ছুটি নেই তাতে কী? দেশ ও জনগণের সেবাতেই আনন্দ তাদের। আর টিভি

পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আজও রাজধানী ছাড়ছেন মানুষ। তবে দেশের মানুষের ঈদ আনন্দ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ হয়, সে প্রচেষ্টা করে যাচ্ছে সেবামূলক প্রতিষ্ঠানগুলো। অন্য সবাই ঈদের ছুটি কাটালেও মানবসেবায় আনন্দ খুঁজে নিচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা।

এমনই একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভিাগের মেডিকেল অফিসার জয়া বিশ্বাস। দুর্ঘটনায় দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসকর্মীরা। ছুটি নেই তাদেরও।ফাঁকা রাজধানীকে কড়া নজরদারিতে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই বাহিনীর সদস্যরাও ঈদআনন্দ খুঁজে নিচ্ছেন ডিউটির মধ্যে।

মানুষকে ঈদের আনন্দ দিতে বিনোদনের পাশাপাশি ও সংবাদে ব্যস্ত থাকতে হয়, সংবাদকর্মীদের। ‘ভোগে নয়, ত্যাগেই আনন্দ’-এমন প্রবাদকেই জীবনের সঙ্গে মানানসই করে নিয়েছেন তারা। এমনই একজন দেশের অন্যতম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমান।

পরিবার কিংবা সহকর্মীর সঙ্গে যেভাবেই হোক না কেন, ঈদের অনাবিল আনন্দ বয়ে আনুক দেশের মানুষের মধ্যে, এ প্রত্যাশা সবার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়