শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ০৩:৪১ রাত
আপডেট : ০৭ জুন, ২০১৯, ০৩:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফ ফ্লাইওভারে পৃথক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু

সুজন কৈরী : রাজধানীর হানিফ ফ্লাইওভারে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত দুজন হলেন মো. ইমন (২০) ও রিয়াজ আহম্মেদ (১৮)। তাদের লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- মো. সোহাগ (১৯), মো. নাসিম (২০) ও সোহাগ (১৮)।

পুলিশ জানায়, হানিফ ফ্লাইওভারের সালাউদ্দিন হাসপাতাল বরাবর অংশে বৃহস্পতিবার বেলা আড়াইটা ও সায়েদাবাদ অংশে বেলা সাড়ে ৩টায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

ওয়ারী থানার এসআই নয়ন কুমার দাস বলেন, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে একটি মোটরসাইকেলে তিন বন্ধু মিলে শনির আখড়া থেকে গুলিস্তান যাচ্ছিলেন। আরোহীদের দুইজনের মাথায় হেলমেট থাকলেও ইমনের ছিল না। দ্রুতগতিতে চালিয়ে যাওয়ার সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা খায়। এতে তিন জনই আহত হন। তিন জনের মধ্যে সবার পেছনে থাকা ইমন মাথায় মারাত্মক আঘাত পান। পরে তিন জনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ৩টার দিকে ইমনের মৃত্যু হয়। তার লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এসআই বলেন, নিহত ইমন ও আহত সোহাগ এবং নাসিম পরস্পর বন্ধু। তাদের বাসা শনির আখড়ার বটতলা এলাকায়। ঈদে ঘুরতে বের হয়েছিলেন তারা। তাদের শনির আখড়া থেকে যাওয়ার কথা ছিল শহীদ মিনার এলাকায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল খান জানান, রিয়াজ এবং সোহাগের বাড়ি নারায়ণগঞ্জে। রিয়াজ মুগদায় তার অসুস্থ মামাকে দেখতে মোটরসাইকেলে সোহাগকে নিয়ে হানিফ ফ্লাইভার দিয়ে যাচ্ছিলেন। বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারালে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হলে বিকেল ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিয়াজ মারা যান। তার বন্ধু সোহাগের চিকিৎসা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়