শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ০৬ জুন, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রাচীন পদ্ধতির আধুনিক ব্যবহারে ঢাকার পানি সংকট ঠেকানো সম্ভব

নুর নাহার : রেইন হারভেস্ট বা বৃষ্টির পানি ধরে রাখার পদ্ধতি হতে পারে রাজধানীর জলবদ্ধতা নিরসনের অন্যতম উপায়। অতি বৃষ্টি এলাকায় এভাবেই পানি ধরে রেখে ব্যবহার করা হয় শুষ্ক মৌসুমে। প্রাকৃতিক বা কৃত্রিম জলাধার হতে পারে জলাবদ্ধতা নিরসনের অন্যতম উপায়। সে পথেই হাটতে চায় সিটি করপোরেশন। চ্যানেল ২৪

উপমহাদেশের হরপ্পা বা মহেঞ্জোদারোর কথা যদি উল্লেখ করা হয় ওই সময় ভরা বর্ষায় বৃষ্টির পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে ব্যবহারের চল ছিল। সেতো হাজার বছরের আগের কথা। এতে এক দিকে যেমন নিয়ন্ত্রন করা যেতো বন্যা ও জলাবদ্ধতা অন্য দিকে নিশ্চয়তা মিলতো গ্রীষ্মে পানি সরবরাহের।

বৃষ্টির পানি ধরে রাখার চিন্তা মাথায় রেখে দেশেই আজকাল বাড়ি তৈরি করা হচ্ছে। দেশের দক্ষিণ পশ্চিমের অনেক জেলায় বৃষ্টির পানি ধরে রেখে সেচ আর গৃহস্থালি কাজে ব্যবহার করা হয়।
পানি বিশেষজ্ঞরা বলছেন প্রাচীন সেই পদ্ধতির আধুনিক ব্যবহার হতে পারে ঢাকার জলাবদ্ধতা ঠেকানোর অন্যতম উপায়।

পানি বিশেষজ্ঞ অধ্যাপক অইনুন নিশাত বলেন, সাতক্ষীরার শ্যামনগরে দেখা যায় বৃষ্টির পানি মটকা বা ট্যাংকে ধরে রাখছে। এই পদ্ধতি ব্যবহারের প্রচুর সম্ভাবনা রয়েছে। যেতে দিতে হবে।
রেইন হারভেস্টিং বা বৃষ্টির পানি ধরে রাখার পরিকল্পনা নিয়ে রাজউক তৃতীয় দফার আবাসন প্রকল্পের কাজ শুরু করেছে। একই পরিকল্পনা রয়েছে দক্ষিণ সিটি করপোরেশনেরও।

ডিএসসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, পানির স্বল্পতার কথা সর্বজনবিদিত। কিন্তু বৃষ্টির সময় আমরা প্রচুর পানি পেয়ে থাকি। এই বৃষ্টির পানি যদি আমরা ব্যবহার করতে পারি সেই ক্ষেত্রে ওয়াসার পানি বা সাপ্লাইয়ের পানির ওপর নির্ভরতা কমাতে পারবো।

প্রতি বর্ষায় গড়ে ১ হাজার ৮’শ ৫৪ মিলিমিটার বৃষ্টি পড়ে ঢাকার বুকে। সরকারি উদ্যোগে এই পানির পুরোটা না হোক অন্তত অর্ধেকটা ধরে রাখতে পারলে রাজধানীরবাসির পানি সংকটও কমবে। সম্পাদনা :কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়