শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ১০:১৬ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০১৯, ১০:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুদানে সামরিক কাউন্সিলের আলোচনাপ্রস্তাব প্রত্যাখ্যান করেছে গণতন্ত্রকামীরা

সালেহ্ বিপ্লব : সুদানের সামরিক কাউন্সিলের দেয়া আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে সরকারবিরোধীরা।  তাদের সাফ কথা, এই প্রস্তাবের ওপর আস্থা রাখা যায় না। প্রতিবাদকারিদের ওপর নারকীয় হামলা অব্যাহত রেখে আলোচনার কোনো  সুযোগ নেই বলেই মনে করছে বিরোধীরা। বিবিসি

সরকারবিরোধীদের সঙ্গে যুক্ত চিকিৎসকরা বুধবার জানিয়েছেন, আধাসামরিক বাহিনীর গুলীবর্ষণে রাজধানী খার্তুমে কমপক্ষে একশ’  জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার নীল নদ থেকে ৪০ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে তারা উল্লেখ করেন।

৩০ বছর টানা ক্ষমতায় থাকা ওমর আল বশীরকে হটিয়ে গত এপ্রিলে সামরিক কাউন্সিল সুদানের নিয়ন্ত্রণভার হাতে নেয়ার পর থেকেই গণতন্ত্রকামীদের বিক্ষোভে উত্তাল দেশটি। সামরিক কাউন্সিল শুরুতে বলেছিলো, অবাধ একটি নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা তিন বছর সময় নেবে। কিন্তু সোমবার বিনা নোটিশেই সামরিক কাউন্সিল দপ্তরের সামনে বিক্ষোভরত নিরস্ত্র জনতার ওপর গুলী চালায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা, যাতে কমপেক্ষে ১০০ মানুষ নিহত হয়েছে বলে গণতন্ত্রকামীরা দাবি করেছেন। এই পরিস্থিতিতে রাজধানী খার্তুমের বাসিন্দারা পড়েছেন চরম ভয় ও অনিশ্চয়তায়।

অন্যদিকে সামরিক কাউন্সিলের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান নির্বাচনের জন্য তিন বছর সময় নেয়ার পূর্বঘোষণা বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, আগামী ৯ মাসের মধ্যেই নির্বাচন হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়