শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৬ জুন, ২০১৯, ০৯:২৫ সকাল
আপডেট : ০৬ জুন, ২০১৯, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদের মেয়ে জোৎস্না যোগ দিলেন বিজিপিতে

খালিদ আহমেদ : বুধবার সন্ধ্যায় কলকাতার সেন্ট্রাল রোডের বিজেপির রাজ্য সদর দপ্তরে আয়োজিত সাড়ম্বর এক যোগদান অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আনুষ্ঠানিক ভাবে ‘বেদের মেয়ে জোৎন্সা’ খ্যাত এই অভিনেত্রীকে বিজেপিতে বরণ করে নেন। তবে তার এই যোগদানের পরই বড়সড় প্রশ্ন উঠেছে যে তিনি কোন দেশের নাগরিক? ভারতীয় না বাংলাদেশি? ডেইলী ষ্টার

যদিও এই প্রশ্নের উত্তরে অঞ্জু ঘোষ নিজেকে ভারতীয় নাগরিক বলেই দাবি করেছেন। বলেন, তার বাবা-মা ভারতে মারা গিয়েছেন। এমন কি তার পৈতৃক বাড়িও কলকাতাতেও বলে জানান। তার বৈধ কাগজপত্র রয়েছে বলেও দাবি অভিনেত্রীর।

এদিকে এদিন বিকেলে বিজেপির যোগদান মেলা নামের এই অনুষ্ঠানে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন, বুহদিন ধরেই অঞ্জু দিদি আমাদের পার্টিতে যোগ দিতে চাইছিলেন। তবে সেই প্রশ্নের অবসান হয়েছে আজ। তিনি বিজেপির সদস্য হিসাবে আজ নাম লেখালেন। তাকে পেয়ে আমরা সত্যিই ধন্য।

বাংলাদেশি অভিনেত্রী হয়েও কি করে ভারতের রাজনৈতিক দলে নাম লেখালেন অঞ্জু ঘোষ সাংবাদিকরা এই প্রশ্ন করলে তা এড়িয়ে যান দিলীপ ঘোষ। তিনি শুধু বলেন, এই প্রশ্নের উত্তর অঞ্জু ঘোষ নিজেরই দেবেন।

লোকসভা নির্বাচন চলাকালীন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচারে বাংলাদেশি অভিনেতা ফেরদৌস ও নূর অংশ নিয়েছিলেন। তার তাতে সবচেয়ে বড় বিরোধিতা করে পথে নেমেছিল এই ভারতীয় জনতা পার্টি। বাংলাদেশি অভিনেতাদের সঙ্গে পাকিস্তানের প্রসঙ্গও টেনেছিলেন তারা। ফলে অঞ্জু ঘোষের বিজেপিতে যোগদানের পরপরই রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এই ইস্যুতেও মাঠ গরম করবে তৃণমূল কংগ্রেস।

অঞ্জু ঘোষ প্রায় দুই দশক ধরে কলকাতার অদূরে সল্টলেক এলাকায় বসবাস করছেন। কলকাতার চিৎপুর যাত্রা পাড়ায় নিয়মিত যাত্রাপালাতেও অভিনয় করতেন অভিনেত্রী। যদিও সেখানেও প্রায় অনেক দিন থেকেই তিনি যাচ্ছেন না। সম্প্রতি তিনি বাংলাদেশে গিয়েছিলেন। এমন কি সেখানে তিনি একটি চলচ্চিত্রও শুরু করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়