শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০১৯, ১০:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবিসির প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছে

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনের (এবিসির) প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে৷ তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি৷

এদিকে পুলিশের অভিযানের বিষয়টিকে সহজভাবে দেখছে না চ্যানেল কর্তৃপক্ষ৷ তারা বলছে, এভাবে একটি সংবাদমাধ্যমের কার্যালয়ে পুলিশের অভিযান ‘অগ্রহনযোগ্য’৷

গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, টেলিভিশনটি ২০১৭ সালে অস্ট্রেলিয়ার নিরাপত্তারক্ষীদের দ্বারা আফগানিস্তানে যুদ্ধাপরাধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছিল৷ প্রতিবেদনটিতে মূলত দেশটির সেনাবাহিনী থেকে প্রাপ্ত তথ্য ব্যবহার করা হয়েছিল৷ এ প্রতিবেদনের প্রেক্ষিতে, বুধবার টেলিভিশন চ্যানেলটিতে অভিযান চালায় পুলিশ৷

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের কার্যালয়ে অভিযানের ঘটনাকে ‘পুলিশের বিষয়’ বলে এড়িয়ে গেছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন৷

পুলিশের অভিযানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে সংবাদমাধ্যমটির ব্যবস্থাপনা পরিচালক ডেভিড এন্ডারসন বলেন, এটি স্বাধীন মতপ্রকাশকে বাধাগ্রস্ত করছে৷ পুলিশের এ অভিযান দেশের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ে জনগণের কাছে জবাবদিহিতার বিষয়টিকেও উদ্বেগের মধ্যে ফেলেছে৷

পুলিশের এ অভিযানকে স্বাধীন সাংবাদিকতার উপর আঘাত হিসেবে দেখছে দেশটির গণমাধ্যমকর্মীরা৷ অস্ট্রেলিয়ার মিডিয়া, এন্টারটেইনমেন্ট অ্যান্ড আর্টস অ্যালায়েন্স ইউনিয়ন জানায়, সাংবাদিকদের বাসায় ও কার্যালয়ে পুলিশি অভিযানের বিষয়টি এখন সাধারণ ঘটনায় পরিণত হয়েছে৷ এসব ঘটনা দেখে মনে হচ্ছে যে, কেউ সত্য প্রকাশ করে সরকারকে বিব্রত করলে পুলিশ এসে তার দরজায় কড়া নাড়বে৷ এ ধরনের ঘটনা বন্ধ করার দাবিও জানান তারা৷

এর আগে গত মঙ্গলবার, অস্ট্রেলিয়ান পুলিশ সানডে টেলিগ্রাফ-এর প্রতিনিধি আনিকা স্মেথুর্স্ট-এর ক্যানবেরার বাড়িতে অভিযান চালায়৷ জনগণের উপর সরকারি বাহিনীর নজরদারির বিষয়ে ২০১৮ সালে সানডে টেলিগ্রাফে একটি প্রতিবেদন প্রকাশ করেছিলেন আনিকা৷ ডয়চে ভেলে। রেজাউল আহসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়