শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০৯:১৭ সকাল
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হামাসের প্রতি সমর্থনের জন্য সৌদি আরবে ৬০ ব্যক্তি আটক

রাশিদ রিয়াজ : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে সমর্থন করার জন্য সৌদি কর্তৃপক্ষ ৬০ জনের বেশি ব্যক্তিকে আটক করেছে। লেবাননের দৈনিক আল-আখবার পত্রিকা এ খবর দিয়েছে। এসব ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসবাদে সমর্থন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, সৌদি সরকারের গোঁড়া কর্মকর্তারা গত দুই মাসের বেশি সময় ধরে হামাস সমর্থকদের বিরুদ্ধে এ ধরপাকড় অভিযান চালায়। এসময় ফিলিস্তিনের হামাস আন্দোলনের সঙ্গে সম্পর্ক রাখার দায়ে কয়েক ডজন সৌদি নাগরিককে আটক করা হয়।

আল-আখবার পত্রিকা জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান হচ্ছেন ড. মুহাম্মাদ আল-খুদারি। তিনি ১৯৯০ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত সৌদি আরবে হামাসের প্রতিনিধিত্ব করেছেন। কয়েক বছর আগে তিনি তার পদ থেকে সরে দাঁড়ালেও তাকে আটক করা হয়েছে এবং কঠিন অবস্থার ভেতরে বন্দী রাখা হয়েছে।

আল-আখবার বলছে, হামাস-বিরোধী অভিযানের পাশাপাশি সৌদি কর্মকর্তারা দেশ থেকে হামাসের তহবিলে যাতে কোনো অর্থ জমা না হতে পারে তার জন্য ব্যাংকিং চ্যানেলের ওপর কড়াকড়ি আরোপ করেছে।

গত দুই বছরে সৌদি সরকার দেশ থেকে ১০০’র বেশি ফিলিস্তিনি নাগরিককে বহিষ্কার করেছে। এদের বেশিরভাগের বিরুদ্ধে হামাসের সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ আনা হয়। সৌদি সরকার ২০১৭ সাল থেকে ফিলিস্তিনিদের ব্যাংক একাউন্ট ও তহবিলের ওপর কঠোরতা আরোপ করেছে। রিয়াদ মনে করে, গাজাভিত্তিক এসব অর্থ হামাসের তহবিলে যেতে পারে। সৌদি সরকার হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। পারসটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়