শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০৭:৫৪ সকাল
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ারের ক্ষেত্রে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে

জেনিফার আলম : বিভিন্ন জাতীয় দুর্যোগ, জাতীয় ইস্যুতে আমরা অনেক কিছু লিখি বা শেয়ার করি।আমরা না বুঝে অনেক ক্ষেত্রে ব্যাক্তিগত তথ্যা ছাড়াও নানা সংবাদ, স্ট্যাটাস, ছবি শেয়ার করি। অনলাইনে আপনি চাইলে যা ইচ্ছে তাই লিখতে পারবেন নাহ। যে কোন অসত্য বা গুজব, উষ্কানিমূলক কিছু শেয়ার ও ভাইরাল করলে যা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে তার জন্য কোন কোন ক্ষেত্রে আপনি জেল জরিমানা পর্যন্ত গুনতে হতে পারে। তাই অনলাইনে কোন কিছু শেয়ারের ক্ষেত্রে যেই সকল বিষয় লক্ষ্য রাখতে হবে সেগুলো হচ্ছে -

১. যে কোন সংবাদ, তথ্য বা লেখা অনলাইনে শেয়ারের পূর্বে এটি সত্যি কিনা এই ব্যাপারটি ক্রস চেক করে নিন। এবং মিথ্যা তথ্য এবং সংবাদ প্রচার প্রসার এর জন্য আপনি অপরাধে জড়িয়ে যেতে পারেন।

২. বিতর্কিত বা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমন সংবাদ, ছবি এবং লেখা শেয়ার করা থেকে বিরত থাকা উচিত। এবং এই ধরনের কনটেন্ট দেখেলে আইনশৃঙ্খলা বাহিনী কে অবহিত করা উচিত।

৩. গুজব, অর্ধ সত্য তথ্য এবং মিথ্যা সংবাদ, অনলাইন নিউজ শেয়াররের পূর্বে এটি সত্যি কিনা নিশ্চিত হতে গ্রহনযোগ্য মিডিয়া গুলোর প্রকাশিত সংবাদ এর সাথে ক্রসচেক করে নিতে হবে।

৪. এক শ্রেনীর স্বার্থান্বেষী মহল জনগন এর আবেগ কে পুজি করে গুজব ছড়াতে সত্যির সাথে মিথ্যা মিশিয়ে, ছবি এডিট করে ভাইরাল করে দেয়। বা ভিন্নদেশের বা অন্য কোন ঘটনার ছবিকে ব্যাবহার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাই এই ধরনের কনটেন্ট শেয়ারের পূর্বে সত্য মিথ্যা যাচাই করে নিতে হবে।যেন আপনি তাদের স্বার্থের কারনে ভিক্টিম না হয়ে যান।

৫. আগাছার মত অনেক অনলাইন নিউজ গড়ে উঠেছে। যারা লাইক, শেয়ারের জন্য নানা রকম অশ্লীল, ভিত্তিহীন, উস্কানীমূলক নিউজ প্রকাশ করে, এইগুলো কখনোই শেয়ার করবেন নাহ।

৬. জাতীয় পর্যায়ে, সামাজিক ও ব্যাক্তিগত ক্ষতি বা বিশৃঙ্খলা হতে পারে এমন ছবি, পোস্ট, ভিডীও, সংবাদ শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

৭. কাউকে হুমকি প্রদান করে কোন স্ট্যাটাস শেয়ার করা যাবেনা। কারো নাম উল্ল্যেখ করে তাকে নিয়ে এমন কোন লেখা যা সেই ব্যাক্তিকে ব্যাক্তিগত ও সামজিক ভাবে হেয় প্রতিপন্ন করে তা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

৮. ধর্মীয় অনুভূতিকে আঘাত করে, অন্য ধর্মের ব্যাক্তি বা অনুসারী সকল কে নিয়ে অসম্মান হয় ও ধর্মীয় অনুভূতিকে আঘাত করে এমন মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে

৯. বিভিন্ন শ্রেনী পেশার, বিভিন্ন সামাজিক অবস্থান এর মানুষজন সোশ্যাল মিডিয়াতে বিচড়ন করেন। এক এক জনের মতাদর্শ, চিন্তা চেতনা, ধর্মীয়, ব্যাক্তিগত অনুভূতি এক এক রকম। অনলাইনে আপানার সাথে মতের অমিল হলেই যে অন্য জন এর চিন্তা ভুল এমনটি নাও হতে পারে। তাই যথাসম্ভব সহনশীল হতে হবে।

১০. আমরা অনেক কিছুই খুব দ্রুত শেয়ার করে ভাইরাল করে ফেলি। কিন্ত আমরা যা শেয়ার করছি তার দায়িত্ব কিন্ত আপনার ই। এই শেয়ার এর ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সেটি দেশবিরোধী কিনা। অনেক সময় আমরা অনেক সংবেদনশীল তথ্য অবলীলায় লিখে দেই যা একদম অনুচিত। এই ধরনের সংবেদনশীল তথ্য বিকৃত বা অর্ধসত্য আকারে প্রচার কিছু কিছু ক্ষেত্রে দন্ডনীয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়