শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০২:২৯ রাত
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে এস-৪০০ কিনবে তুরস্ক, সাফ জানালেন এরদোগান

রাশিদ রিয়াজ : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও তার দেশের পক্ষে রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার চুক্তি থেকে সরে আসা সম্ভব নয়। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার প্রস্তুাব রাশিয়ার এস-৪০০ এর চেয়ে কোনোভাবেই ভালো হবে না।

মস্কোর সঙ্গে চুক্তি প্রসঙ্গে তুর্কি প্রেসিডেন্ট বলেন, এরইমধ্যে আমরা সুনিশ্চিত কিছু পদক্ষেপ নিয়েছি। কাজেই এক্ষেত্রে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং সেখান থেকে ফিরে আসা আমাদের পক্ষে একেবারেই অসম্ভব।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হস্তান্তর শুরু করবে রাশিয়া। মস্কোর সঙ্গে আঙ্কারা এ চুক্তি স্বাক্ষরের পর ওয়াশিংটন ও তুরস্কের ন্যাটো মিত্র দেশগুলো আঙ্কারাকে হুঁশিয়ারি দিয়ে আসছে। তাদের মতে, ন্যাটোর প্রতিরক্ষা নেটওয়ার্কের সঙ্গে রাশিয়ার এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সামঞ্জস্যপূর্ণ হবে না। তারা আরো বলছে, ন্যাটোর শত্রু দেশ রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্রয় ন্যাটো জোটকে হুমকির মুখে ঠেলে দেবে।

এরদোগান বলেন, এ ইস্যুতে একসঙ্গে কাজ করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দিয়েছে তুরস্ক। মার্কিন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয়ের প্রস্তাব নিয়ে ওয়াশিংটনের সঙ্গে তুরস্ক আলাপ করেছে বলেও তিনি জানান। এরদোগান বলেন, কিন্তু এস-৪০০ ক্রয় নিয়ে রাশিয়া আমাদের যতটা ভালো প্রস্তাব দিয়েছে, আমেরিকার পক্ষ থেকে তেমনটা আসেনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়