শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০২:০৫ রাত
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবশেষে মৌলভীবাজারে ভোক্তা অধিদপ্তর ও ব্যবসায়ীর মধ্যে সমঝোতা

স্বপন প্রদেব, মৌলভীবাজার : অবশেষে ঊর্ধতন কর্তৃপক্ষের উপস্থিতিতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানে মৌলভীবাজারের ব্যবসায়ীদের সাথে ঘটে যাওয়া অনাকাক্ষিত ঘটনার সমঝোতা হয়েছে। সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে গত মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ এর নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফখরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, মেয়র মো: ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় এর সহকারী পরিচালক আল আমিন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সভাপতি জনাব আব্দুল হামিদ মাহবুব, বিলাস ডিপার্টমেন্ট স্টোরের সত্ত¡াধিকারী সোহাদ আহমদসহ সাংবাদিক বৃন্দ, বিজনেস ফোরাম ও চেম্বারের সদস্যবৃন্দ।

উল্লেখ্য, গত ৩০ মে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার অভিযানের অংশ হিসাবে আইন লঙ্ঘনের দায়ে এম সাইফুর রহমান রোডে অবস্থিত বিলাস ডিপার্টমেন্ট স্টোরকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়। কিন্তু বিলাস জরিমানা না দিয়ে ওই কর্মকর্তাকে চ্যালেঞ্জ করেন। এক পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখেন ব্যবসায়ীরা।

ওই ঘটনার প্রেক্ষিতে বিলাসের ওপর আরোপিত জরিমানা পরিশোধ করে ঘটে যাওয়া ঘটনার জন্য সত্ত¡াধিকারী সোহাদ আহমদ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। ভবিষ্যতে এই ধরণের ঘটনা আর ঘটবে না বলে অঙ্গীকারও করেন।

এছাড়া প্রাইম মাস্টার টেইলার্সের সত্ত¡াধিকারী রাফাদ চৌধুরী ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এই ধরণের ঘটনা আর ঘটবে না বলেও অঙ্গীকার করেন।

বৈঠকে সংসদ সদস্য জনাব নেছার আহমদ বলেন গত ৩০মে ভোক্তা অধিকার অধিদপ্তরের টিমের সাথে এবং উক্ত প্রতিষ্ঠানের সহকারী পরিচালক আল আমিনের সাথে ঘটে যাওয়া ঘটনা অপ্রত্যাশিত। সকলকে আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। এই ঘটনায় নেছার আহমদ দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে আর না ঘটে এই ব্যাপারে সকলকে সর্তক থাকার আহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়