শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০১:২৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশে দেশে শিশুশ্রম, সবচেয়ে বেশি উত্তর কোরিয়ায়

নুর নাহার : শিশুশ্রম নিরুৎসাহিত করা হলেও বিশ্বের অনেক দেশে তা চলছে। ব্রিটেনভিত্তিক গবেষণা সংস্থা ভেরিস্ক ম্যাপলক্রফট ২০১৯ সালের প্রতিবেদনে শিশুশ্রমে সবচেয়ে এগিয়ে থাকা ২৭টি দেশের তালিকা করেছে।- ডয়েচে ভেলে
প্রতিবেদনে মোট ২৭টি দেশের নাম উল্লেখ করেছে ভেরিস্ক ম্যাপলক্রফট। সবার ওপরে আছে উত্তর কোরিয়া। প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার এই দেশের শিশুদের অবস্থাই সবচেয়ে খারাপ।

ভেরিস্ক ম্যাপলক্রফটের প্রতিবেদন অনুযায়ী,সবচেয়ে বেশি শিশুশ্রমের দেশগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোমালিয়া। খেয়ে-পরে বেঁচে থাকার জন্য সে দেশের অনেক শিশুকে মাইন তোলা এবং নির্মাণ কাজে সহায়তা করতে হয়।
সাউথ সুদানে অন্তত পাঁচ বছর ধরে গৃহযুদ্ধ চলছে। শিশুশ্রম রোধে দুই বছর আগে সরকার শ্রম আইন সংস্কার করেছে তারপরও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি-ঘর, রাস্তাঘাট নির্মাণের কাজে শিশুদের খাটানো চলছে।
ইরিত্রিয়ায় সোনার খনিতে কাজ করেশিশুরা।

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক : দেশটিতে যুদ্ধ, হানাহানি লেগেই আছে৷ শিশুরাও এ পরিস্থিতির শিকার। বিদ্রোহী সংগঠনগুলো শিশুদের যুদ্ধে অংশ নিতে বাধ্য করছে।
সুদান আফ্রিকার এই দেশে শিশুশ্রমের হার দেখে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সুদানের ৪৭ ভাগ শিশুই ঝুঁকিপূর্ণ কাজ করতে বাধ্য হয়।

ভেনেজুয়েলার শিশুদের বড় একটা অংশ অন্যের বাড়িতে কাজ করে। অনেক শিশু আবার পাচারকারীদের পাল্লায় পড়ে কলম্বিয়ায় পাড়ি জমায়। সেখানে দেহব্যবসায় বাধ্য করা হয় তাদের।
আট নম্বরে রয়েছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাপুয়া নিউগিনি। শিশুশ্রম বন্ধ করার চেষ্টা করছে সে দেশের সরকার। তবে এখনও খুব একটা সাফল্য আসেনি।

নবম স্থানে রয়েছে আফ্রিকার আরেক দেশ চাদ। সেখানে দরিদ্র পরিবারের শিশুরা মূলত কৃষি ও তেল উৎপাদন খাতে কাজ করে।

ভেরিস্ক ম্যাপলক্রফটের তালিকার শীর্ষ দশের সাতটি দেশই আফ্রিকার। মোজাম্বিক রয়েছে দশম স্থানে। দেশটিতে শিশুশ্রম যে বাড়ছে তা সে দেশের সরকারও স্বীকার করে। শ্রম মন্ত্রণালয়ের ২০১৭ সালের প্রতিবেদন অনুযায়ী, সে বছর সারা দেশে অন্তত ১০ লাখ শিশু পরিবহণ, কৃষি এবং দেহ ব্যবসায় কাজ করেছে। সম্পাদনা: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়