শিরোনাম
◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞার থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আ.লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ০৩:১১ রাত
আপডেট : ০৫ জুন, ২০১৯, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ: পক্ষে বিপক্ষে মত দিলেন বিশেষজ্ঞরা (ভিডিও)

টিভিএন প্রতিবেদন : সৌদি আরবের সাথে মিল রেখে প্রতি বছর দেশে বেশ কয়েকটি জেলায় ঈদ উদযাপন করা হয়। এবারও ওইসব অঞ্চলে ঈদ উদযাপন করা হচ্ছে।

ধারণা করা হয় সুরেশ্বর দরবার শরীফই প্রথম সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করে। এবিষয়ে সুরেশ্বর দরবারের বর্তমান পীর সাহেব সৈয়দ ‍নুরে আখতার হোসাইন আহমদীনুরী বলেন, প্রায় দেড়শ বছর আগে সুরেশ্বর দরবারের প্রতিষ্ঠাতা সৈয়দ আহাম্মদ আলী সাহেব সৌদি আরবের সঙ্গে মিল রেখে একসাথে ঈদ উদযাপন শুরু করেন। সেসময় যারা আমাদের দেশ থেকে হজ করে গিয়েছিলেন, তারা যেদিন কুরবানি করেছেন ও হজ করেছেন। দেশে ফিরে তারা দেখেন একই তারিখে সুরেশ্বর দরবারও ঈদ ও কুরবানি করেছে। এরকম কয়েকবার মিলে যাবার পর অনেকেই সুরেশ্বরের সঙ্গে ঈদ করতে শুরু করে। এছাড়া উপমহাদেশে সুরেশ্বর দরবারের অনেক মুরিদ ও সৈয়দ আহাম্মদ আলী সাহেবের অনেক বড় আলেম ছাত্ররাও যখন এই বিষয়টি মেনে নেন তখন থেকেই সাধারণ মানুষও তা গ্রহণ করতে শুরু করে।

তবে সুরেশ্বর পীর সাহেবের বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করে শায়খুল হাদিস মুফতি দিলাওয়ার হোসাইন বলেন, এই বিশ্বাস কখনই সম্ভব না। কারণ সে যুগে সৌদি আরবের ঈদের খবর আমাদের দেশে চিঠির মাধম্যে পৌঁছতে অন্তত ১৫ দিন সময়ের দরকার। তাহলে সুরেশ্বরের পীর সাহেব তখন কিভাবে কিসের হিসেবে ঈদ ও রোজা রাখা শুরু করলেন।

তিনি বলেন, তিরমিজি শরীফে পরিষ্কার বর্ণনা আছে, যে প্রত্যেক অঞ্চলের জন্য চাঁদ দেখার ভিন্নতা হিসেবেই তারা ঈদ করবে। হাদিসে আছে রাসুলুল্লাহ (সা.)বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখ ও চাঁদ দেখে রোজা ছাড়।

এবিষয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশান (ওআইসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাইয়েদ আব্দুল্লাহ আল মারুফ বলেন, ওআইসি’র ফেকাহ বোর্ডের সিদ্ধান্ত সারাবিশ্ব একই দিন ঈদ রোজা রাখবে। যেহেতু সারা বিশ্বে একই দিনে জুমআর নামাজ পড়া সম্ভব হচ্ছে, তাই রোজা ও ঈদ করাও সম্ভব। মাস শুরু হবে চাঁদের হিসেবে, আর দিনের হিসেব হবে সূর্ষের হিসেবে।

তিনি বলেন, ওআইসির সিদ্ধান্ত সারা মুসলিম বিশ্ব মেনে চললেও উপমহাদেশে তা কার্যকর করা হয়নি। বাংলাদেশ সরকারের কাছে একাধিকবার প্রমাণসহ বলা হলেও সরকার তা বাস্তবায়ন করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়