শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৫ জুন, ২০১৯, ১২:০৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০১৯, ১২:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দুর্দান্ত শুরুর পর নবীর ঘূর্ণিতে ধুকছে শ্রীলঙ্কা

ডেস্ক রিপোর্ট: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হার দিয়ে আসর শুরু করা আফগানিস্তান ও সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আজ মঙ্গলবার প্রথম জয় পেতে লড়াই করছে।

বিশ্বকাপের সপ্তম এই ম্যাচে আফগানিস্তান টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে শ্রীলঙ্কা। ১৩ ওভারেই বিনা উইকেটে ৯২ রান তুলে বড় সংগ্রহের ইঙ্গিত দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুসল পেরেরা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে করুনারত্নে ফিরে গেলে ভাঙে এই জুটি। মোহাম্মদ নবীর বলে নাজিবুল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

পরে লাহিরু থিরিমান্নেকে নিয়ে দলকে এগিয়ে নিতে থাকেন কুসল পেরেরা। তবে দলীয় ১৪৪ রানের মাথায় ব্যক্তিগত ২৫ রানে লাহিরু থিরিমান্নেকেকও সাজঘরে ফেরান নবী। একই ওভারে কুসল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুসও নবীর বলে আউট হলে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা।

এরপর হামিদ হাসানের বলে শূন্য রানে ধনঞ্জয়া ডি সিলভা ও থিসারা পেরেরা (২) রান আউটে কাটা পড়ে বিদায় নিয়ে সেই চাপ আরও বেড়ে যায়।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৩২ ওভারে ৭ উইকেটে ১৮৯ রান। কুসল পেরার ৭৫ রানে ব্যাট করছেন। তার সঙ্গে যোগ দিয়েছেন উদানা।
সূত্র : বিডি প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়