শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের আসনে প্রতীক বরাদ্দ

মৌরী সিদ্দিকা : বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুসলিম লীগ, বাংলাদেশ কংগ্রেস এবং স্বতন্ত্রসহ মোট সাতজন প্রার্থীর মাঝে প্রতীক বন্টন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ। কালের কণ্ঠ

এদিকে প্রতীক পাবার পরপরই আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা ।

প্রতীক পাওয়া প্রার্থীরা হলেন-আওয়ামী লীগের এসএমটি জামান নিকেতা (নৌকা), বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ), জাতীয় পার্টির নুরুল ইসলাম ওমর (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মনসুর রহমান (ডাব), বাংলাদেশ মুসলিম লীগের রফিকুল ইসলাম (হারিকেন), স্বতন্ত্র প্রার্থী সৈয়দ কবির আহম্মেদ মিঠু (ট্রাক) ও মিনহাজ মন্ডল (আপেল)।

এ ব্যাপারে বগুড়ার সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ জানান, বিভিন্ন দল ও স্বতন্ত্র মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। গত ২৭মে যাচাই-বাছাইকালে বগুড়া পৌরসভার মেয়র পদ থেকে পদত্যাগ না করায় বিএনপি প্রার্থী অ্যাডভোকেট একে এম মাহবুব উর রহমান এবং দাখিল করা মোট ভোটারের এক শতাংশের তালিকা সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী জাফর আলী ও আবুল হাসানের মনোনয়ন বাতিল করা হয়েছে। পরে আবুল হাসান আপিল করলেও তা খারিজ হয়ে যায়। এছাড়া বিএনপির দুই প্রার্থীর মধ্যে গোলাম মোহাম্মদ সিরাজ দলীয় মনোনয়ন পেয়েছেন।

তিনি আরো জানান, মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সাত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ২৪ জুন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১ কেন্দ্রে ইভিএম’এ ভোট গ্রহণ করা হবে। এ ব্যাপারে সকল প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বগুড়া-৬ (সদর) আসনটি খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত বছরের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে মির্জা ফখরুল নির্বাচিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে শপথ না নেয়ায় গত ৩০ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। এরপর গত ৮মে ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৪ জুন এ আসন নির্বাচন হবে। সম্পাদনা: এইচ এম জামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়