শিরোনাম
◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলার নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা (ভিডিও) ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েলের ফসফরাস বোমা হামলা

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০১৯, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ম্যাচ নিউজিল্যান্ডের জন্যেও পরীক্ষা, বললেন সাবেক নিউজিল্যান্ড অধিনায়ক

জহুরুল হক : বাংলাদেশের পরের ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বুধবার ওভালেই দিবা-রাত্রির ম্যাচটায় মুখোমুখি হবে দুই দল। যারা প্রথম ম্যাচে দারুণ জয় দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি মনে করছেন কিউইদের জন্য এই ম্যাচ এক প্রকার পরীক্ষা। কারণ গত চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের কাছেই হারেতে হয়েছিলো নিউজিল্যান্ডকে।

আইসিসির বিশেষ কলামে ভেট্টরি লিখেছেন, ‘বাংলাদেশের সঙ্গে পরের ম্যাচ ওভালে। এখানে কন্ডিশন একটা বড় ভ‚মিকা রাখবে বলে মনে করি। এখানকার উইকেটও খুব ভালো। তবে বাংলাদেশের কাছে নিউজিল্যান্ড কয়েক বছর আগে চ্যাম্পিয়নস ট্রফিতে হেরে যাওয়ায় আমার মনে হয় এই ম্যাচটা একটা পরীক্ষা তাদের জন্য।’

অবশ্য নিউজিল্যান্ড লঙ্কানদের অনায়াসে হারিয়ে টুর্নামেন্ট শুরু করায় তাদের আত্মবিশ্বাসীও তুঙ্গে থাকবে বলে মনে করেন সাবেক কিউই এই অলরাউন্ডার, ‘আমার মনে হয় এই ওভালে প্রচুর রান হবে। কিন্তু নিউজিল্যান্ড যেহেতু জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে তাতে তাদের আত্মবিশ্বাস অনেক বাড়তি থাকবে তাতে সন্দেহ নেই।’

অবশ্য টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করায় নিউজিল্যান্ডের সূচনাকে শতভাগ নম্বর দিচ্ছেন ভেট্টরি, ‘ওদের গর্ববোধ করা উচিত এমন জয়ে। শুরুটা সব দিক দিয়ে শতভাগ ছিলো। শুধু পারফরম্যান্স দিয়েই নয়, ফলাফল, জয়ের ব্যবধান সব কিছু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়