শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ০৭:৪১ সকাল
আপডেট : ০৪ জুন, ২০১৯, ০৭:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের আগে মুখ থুবড়ে পড়লো ডাচ-বাংলার এটিএম সেবা

এম. মাহফুজুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহ জেলায় ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) এটিএম বুথের সেবা মুখ থুবড়ে পড়েছে। এটিএম বুথে কোন কাজ না করায় শত শত গ্রাহক বিপাকে পড়েছেন। এদিকে শৈলকুপা শহরের ফাস্ট ট্রাকের অটোমেটেড টেলার মেসিন (এটিএম) গুলো চারদিন একনাগাড়ে নষ্ট হয়ে পড়ে থাকায় হাজারো গ্রাহক ভোগান্তিতে পড়েছেন। গ্রাহকরা ওই বুথে টাকা তুলতে না পেরে ঝিনাইদহ জেলা শহর বা দূরবর্তী অন্য কোথাও ছুটলেও সমস্যায় পড়েছেন স্বল্প জমাদানকারি গ্রাহকরা। তারা নিরুপায় হয়ে পড়েছেন।

গ্রাহকরা জানান, বেশ কয়েক দিন ধরে তারা ঝিনাইদহ জেলার শৈলকুপা শহরে অবস্থিত ব্যাংকের ফাস্ট ট্রাকে গিয়ে বুথের অটোমেটেড টেলার মেসিনগুলো নষ্ট দেখতে পান। কিছুক্ষণ পর তা ‘আউট অব সার্ভিস’ লেখা প্রদর্শন করতে থাকে। অফিসের লোকেরা বুথের বাইরে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখিত লেখাটি ঝুলিয়ে দেন। সেই থেকে তা অনবরত ঝুলছেই। বেশ কয়েকজন গ্রাহক জানালেন, ঈদ উপলক্ষে তারা কমবেশি টাকা জমা করেন ডাচ-বাংলা ব্যাংকের শাখা বা বুথে। তাছাড়া, ভিসা কার্ড দিয়েও ওই বুথ থেকে সহজে টাকা তোলার সুবিধা থাকায় অন্য কয়েকটি ব্যাংকের হাজারো গ্রাহক ব্যাংকটির ওপর নির্ভর করেন। হঠাৎ করে দিনের পর দিন এভাবে বুথটির কার্যক্রম বন্ধ থাকায় তারা উপায়ান্তর দেখছেন না। তারা জানান, অধিক পরিমাণে টাকা জমদানকারিরা জেলা শহর বা জেলার বাইরে গিয়ে টাকা লেনদেন করলেও কম অংকের টাকা জমাদানকারিরা বেশি সমস্যায় পড়েছেন।

এব্যাপারে ডিবিবিএল শৈলকুপা অটোমেটেড টেলার মেসিন বুথের সিনিয়র এক্সিকিউটিভ বলে পরিচিত তিলক রায়ের সাথে কথা বললে তিনি জানান, মেসিনগুলো খারাপ নেটওয়ার্কের খপ্পরে পড়ে যাবার কারণে তারা সেবা দিতে পারছেন না। এখন তিনটি মেসিনের স্ক্রিনে ‘আউট অব সার্ভিস’ লেখা প্রদর্শিত হচ্ছে। আগামী তিন-চারদিন বা ঈদের ছুটি শেষ না হওয়া পর্যন্ত সেগুলি চালু হবার সম্ভবনা নেই বলে জানালেন তিলক রায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়