শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ১২:২৫ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০১৯, ১২:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বদির ইয়াবা কারবারি ভাইদের সম্পদেরও অনুসন্ধান হচ্ছে

ডেস্ক রিপোর্ট : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ১০০ ইয়াবা কারবারির মধ্যে ৭ জন কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির নিকটাত্মীয়। গত ১৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের উপস্থিতিতে ১০০ ইয়াবা কারবারি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণ করা এই ইয়াবা কারবারিদের মধ্যে ওই ৭ জনও ছিলেন। এই ৭ জনসহ ২৬ জনের সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে বছরের প্রথম দিকেই।
সোমবার (৩ জুন) দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, তালিকাভুক্ত ইয়াবা কারবারিদের মধ্যে ২৬ জনের সম্পদের অনুসন্ধান শুরু হয়েছে বেশ আগেই। এ বিষয়ে চট্টগ্রামে একটি মামলাও হয়েছে বলে জানান তিনি।
বদির ইয়াবা কারবারি ৭ নিকটাত্মীয়ের মধ্যে ৪ জনই বদির আপন ভাই। তারা হলো আব্দুস শুক্কুর, আমিনুর রহমান ওরফে আব্দুল আমিন, শফিকুল ইসলাম ওরফে শফিক ও ফয়সাল রহমান।
অন্য তিনজন হলো বদির ভাগ্নে শাহেদ রহমান নিপু, ফুফাতো ভাই কামরুল হাসান রাসেল ও খালাতো ভাই মং অং থৈন।
অন্য যাদের সম্পদের অনুসন্ধান বছরের প্রথম দিকেই শুরু হয়েছে:
১. মো. নুরুল হুদা মেম্বার, পিতা- মৃত হাজী আবুল কাশেম, সাং- পশ্চিম লেদা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
২. দিদার মিয়া, পিতা- জাফর আহমেদ, সাং- উত্তর লেঙ্গুরবিল, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৩. আব্দুল আমিন, পিতা- কালা মো. আলী, সাং- ডেইলপাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৪. নুরুল আমীন, পিতা- কালা মো. আলী, সাং- ডেইলপাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৫. একরাম হোসেন, পিতা- ফজল আহম্মদ, সাং- মৌলভীপাড়া, সড়র উইপি, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৬. সৈয়দ হোসেন, পিতা- হাজী কালা মিয়া, সাং- নাজিরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৭. মৌলভী বশির আহম্মেদ, পিতা- মৃত হাজী সুলতান আহম্মদ, সাং- সাবরাং, দক্ষিণ কচুবুনিয়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৮. শাহ আলম, পিতা- মৃত হাজী নুরুল ইসলাম, সাং- পুরাতন পল্লানপাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
৯. আব্দুর রহমান, পিতা- হাজী মো. ইসলাম, সাং- নাজিরপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১০. মোজাম্মেল হক, পিতা- আব্দুল গফুর, সাং- মধ্যম জালিয়াপালং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১১. জোবাইর হোসেন, পিতা- হাজী ওসমান গণি, সাং- দক্ষিণ জালিয়াপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১২. নুরুল বশার ওরফে কাউন্সিলর নূরশাদ, পিতা- মো. ইউনুস, সাং- কুলালপাড়া ৯ নং ওয়ার্ড, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৩. আব্দুর রহমান, পিতা- আলী আহম্মদ, গোদারবিল, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৪. মো. মুহাম্মদ শাহ ওরফে মালু, পিতা- মৃত হাজী নুরুল আমীন সওদাগর, সাং- হ্নীলা বাজারপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৫. নুরুল কবীর, পিতা- হাজী আবুল কাশেম, সাং- পশ্চিম লেদা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৬. মারুফ বিন খলিল ওরফে বাবু, পিতা- ইব্রাহিম খলিল, সাং-ওলিয়াবাদ, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৭. সৈয়দ হোসেন, পিতা- হাজী খায়রুল বশর, সাং- হ্নীলা পশ্চিম শিকদারপাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৮. হাসান আব্দুল্লাহ, পিতা- আবুল মনসুর, সাং- জাসিনুরা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
১৯. মঞ্জুর আলী, পিতা- মো. হুসাইন, সাং- সাবরাং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার।
সূত্র : বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়