শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৪ জুন, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ০৪ জুন, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আট কর্মী ও পাঁচ যাত্রীসহ চীন সীমান্তে নিখোঁজ ভারতীয় বিমান বাহিনীর বিমান

মঈন মোশাররফ : চীন সীমান্তের কাছে সোমবার দুপুরে নিখোঁজ হয়ে গেছে ভারতীয় বিমান বাহিনীর একটি বিমান। তখন বিমানটিতে ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রীসহ মোট ১৩ জন। ইতিমধ্যে বিমানটির খোঁজ শুরু করেছেন ভারতীয় বিমান বাহিনীর আধিকারিকরা। সংবাদ পতিদিন

আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিলো বিমান বাহিনীর এই আন্তনভ বিমানটি । কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিমানটির খোঁজে সুখোই-৩০ যুদ্ধবিমান ও সি-১৩০ যুদ্ধবিমানকে কাজে নামিয়েছে বিমান বাহিনী। অনেকের আশঙ্কা কোনও ভাবে সীমান্ত অতিক্রম করে চীনে ঢুকে গিয়েছে বায়ুসেনার পণ্যবাহী এই বিমানটি।

উল্লেখ্য, ২০১৬ সালের জুলাই মাসে একই ভাবে নিখোঁজ হয়ে যায় ভারতীয় বিমান বাহিনীর পণ্যবাহী বিমান এএন-৩২। সেবার চেন্নাই থেকে আন্দামানের উদ্দেশ্যে যাওয়ার পথে বঙ্গোপসাগরের উপর নিখোঁজ হয়ে যায় বিমানটি। কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সেটির। যাতে সওয়ার ছিলেন সর্বমোট ২৯ জন যাত্রী । বঙ্গোপসাগরে বিমানটির খোঁজে নামে সেনা । কিন্তু সেপ্টেম্বর পর্যন্ত খোঁজ চালিয়েও বিমানটির কোনও চিহ্ন পাওয়া যায়নি । ফলে খোঁজ বন্ধ করে দেয় সেনা। অনুমান, বঙ্গপোসাগরে ধ্বংস হয়েছে বিমানটি । এবং মৃত্যু হয়েছে ২৯ জন যাত্রীারা । সম্পাদনায় : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়