শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ১১:৫২ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০১৯, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদে পর্যটকদের জন্য প্রস্তুত কুয়াকাটা সৈকত

নিনা আফরীন,পটুয়াখালী : ঈদ-উল-ফিতরের টানা ছুটিতে অগনিত পর্যটকের পদভারে পর্যটন নগরী কুয়াকাটা মুখরিত হবে এমনটা প্রত্যাশা এখানকার ব্যবসায়ীদের। এবারের ঈদকে সমানে রেখে তাই কুয়াকাটাকে সাঁজানো হচ্ছে বর্ণিল সাঁজে। কুয়াকাটার রাখাইন মার্কেট, ঝিনুক শপ, রেঁস্তোরা, চটপটি, ফুচকা, ভুট্রা, বাদাম বিক্রীর ভাসমান ব্যবসা প্রতিষ্ঠান,ফ্রাই পট্টিসহ সকল হোটেল মোটেলগুলোতে চলছে সর্বশেষ প্রস্তুতির কাজ। লক্ষাধীক পর্যটককে বরণ করতে কুয়াকাটা প্রস্তুত বলে জানিয়েছেন হোটেল মোটেল ওয়ানার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোতালেব শরীফ।

সরেজমিনে দেখা যায়, কুয়াকাটার জাতীয় উদ্যান, ইলিশ পার্ক, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুঁটকি পল্লী ও কুয়াকাটার জিরো পয়েন্ট সহ দর্শনীয় স্থানগুলো ইতিমধ্যে নতুন করে সাজানো হয়েছে। রং করা হয়েছে গাছের গোড়াসহ টেবিল চেয়ারগুরোতে। কুয়াকাটায় বেড়াতে আসা নানা বয়সী পর্যটক যেন স্বাচ্ছন্দ্যবোধ করে তার জন্য নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

কুয়াকাটার অভিজাত হোটেল খান প্যালেসের ব্যবস্থাপনা পরিচালক রাসেল খান জানান,আগামী ১২ তারিখ পর্যন্ত অধিকাংশ হোটেলর রুম খালি নেই। সাধারণ হোটেল থেকে শুরু করে অভিজাত হোটেল সবগুলোর একই অবস্থা। ঈদের পরদিন সকাল থেকে পর্যটকদের ভীড় শুরু হবে বলে জানান তিনি।

কুয়াকাটা ইলিশ পার্কের ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, ’ঈদ-উল-ফিতরের ছুটিতে পর্যটকদের ভিড় থাকবে। স্বল্প ব্যয়ে আমরাও চেষ্টা করছি পর্যটকদের নিরাপত্তাসহ বিনোদন নিশ্চিত করতে।

কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা জানান,পর্যটকদের নিরাপত্তা এবং স্বচ্ছন্দের বিষয়টি বিবেচনা করে প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে আলাদা আলাদা দায়িত্ব প্রদান করা হয়েছে। পর্যটকরা যাতে নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারে তার জন্য সেবা প্রদানকারী প্রতিটি সংস্থার সাথে বৈঠক করা হয়েছে। পর্যটকদের কোন অসুবিধা হবে না বলে দাবী করেন তিনি।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম জানান ’ঈদ উপলক্ষ্যে কুয়াকাটায় প্রচুর পর্যটকের সমাগম ঘটবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিষ্ট পুলিশ বিশেষ ব্যাবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে দুটি হেল্পডেস্ক চালু করা হয়েছে। পোষাকে এবং সাদা পোষাকে কুয়াকাটাকে নিরাপত্তা বলয়ে ঢেকে রাখা হয়েছে বলে দাবী করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়