শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ১০:৩৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০১৯, ১০:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মমতাকে রাক্ষুসী বললেন স্বাক্ষী মহারাজ

আসিফুজ্জামান পৃথিল : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে রাক্ষসরাজা হিরণ্যকশিপুর বংশধর বলে ঘোষণা দিয়েছেন বিজেপি নেতা ও হিন্দু সাধু সাক্ষী মহারাজ! উন্নাও থেকে নির্বাচিত এই এমপি বলেছেন, মমতা ‘জয় শ্রী রাম’ শ্লোগানদাতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এতেই প্রমাণিত হয় তিনি একজন রাক্ষুসী। এনডিটিভি।

হিন্দু পুরাণ অনুযায়ী হিরণ্যকশিপু একজন প্রাচীন শাষক। যিনি ঈশ্বরে বিশ্বাসের জন্য তার পুত্র প্রহ্লাদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। বার্তাসংস্থা এএনআইকে সাক্ষী বলেন, ‘একজন রাক্ষস ছিলো, যার নাম হিরণ্যকশিপু। তার পুত্র জয় শ্রী রাম বলায়, সে তাকে কারারুদ্ধ করেছিলো। একই জিনিষ পশ্চিমবঙ্গেও হচ্ছে। আমি নিশ্চিত মমতা হিরণ্যকশিপুর বংশধর। সে বিজেপি কর্মীদের ষড়যন্ত্র করছে কারণ তারা ঈশ্বরকে ভালোবাসেন। তিনি নিশ্চিতভাবেই একজন রাক্ষসী।’ লোকসভা নির্বাচনের প্রচারণার সময় থেকেই চলছে জয় শ্রী রাম বিতর্ক, ইতিমধ্যেই বার দুয়েক মেজাজ হারিয়েছেন মমতা নিজে। কখনও কখনও জয় শ্রী রাম শ্লোগান দিয়ে পুলিশের লাঠিচার্চের মুখে পড়েছে বিজেপি। কখনও আবার গ্রেফতার হতে হয়েছে। সাক্ষী আরো বলেছেন, ‘যারা জয় শ্রী রাম বলছে তাদের জেলে পাঠানো হচ্ছে । মমতা কেন রেগে যাচ্ছেন সেটা বুঝতে পারছি না। তাঁর পরিকল্পনা কী তাও বোঝা যাচ্ছে না।’

এর আগে মমতা বলেন, জয় শ্রীরাম শ্লোগানে তাঁর আপত্তি নেই, তবে ধর্ম ও রাজনীতিতে মিশিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে অশান্তি তৈরী করছে বিজেপি কর্মীরা, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘সভায় রাজনৈতিকদলগুলির শ্লোগানে আমার কোনও আপত্তি নেই। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব শ্লোগান আছে। আমার দলের জয় হিন্দ এবং বন্দেমাতরম, বামদের ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি।’ মমতা জানান ভগবান রামচন্দ্রের নামে শ্লোগানেও তাঁর কোনও আপত্তি নেই, তবে বিজেপি যেভাবে সেটার ভুল ব্যবহার করে ধর্ম ও রাজনীতিকে মেশাচ্ছে, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে। ওই পোস্টে তিনি লেখেন, ‘ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে ঘৃণা ছড়ানোর এটা একটা পরিকল্পনামাফিক পদক্ষেপ, আমাদের সবাইকে একসঙ্গে এর বিরোধিতা করতে হবে।একজন কয়েকবার কিছু মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু সবসময় সবাইকে বোকা বানাতে পারে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়