শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০৫:০৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০৫:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ সিলেট-সুনামগঞ্জ সড়কে বাস ধর্মঘট, বিপাকে পড়েছে ঘরমুখো যাত্রীরা

নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সুনামগঞ্জ জেলা পরিহন মালিক শ্রমিক ঐক্যপরিষদ। সোমবার (৩ জুন) সকাল ৭টা থেকে এ রোডে বাস চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বিপাকে পড়েছে ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা।

সোমবার সকাল থেকে সিলেট, সুনামগঞ্জ, ছাতক, দিরাই ও জগন্নাথপুরসহ আন্তঃজেলার চার শতাধিক বাস চলাচল বন্ধ রয়েছে। তবে লেগুনা, সিএনজি ও মাইক্রোবাস চলাচল স্বাভাবিক রয়েছে।

শ্রমিক নেতারা জানান, বিআরটিসির চারটি বাস এক ঘণ্টা পর পর সিলেট-সুনামগঞ্জ সড়ক দিয়ে চলাচল করবে। বিআরটিসির এ সিদ্ধান্তের প্রতিবাদে পরিবহন মালিক ও শ্রমিকরা ক্ষতির মুখে পড়বে। এছাড়াও জেলার পরিবহন সেক্টরে নৈরাজ্য দেখা দেবে।

জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. মিসবাহ উদ্দিন বলেন,‘আকস্মিকভাবে সিলেট সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়ায় ধর্মঘটের ডাকা দেওয়া হয়েছে।’

উল্লেখ্য সোমবার বেলা ১১টায় পরিকল্পনা মন্ত্রীর সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিআরটিসির চারটি উন্নত মানের বাস সার্ভিস উদ্বোধন করার কথা রয়েছে। এ রুটের বাস যাত্রীদের উন্নত মানের সেবা দেওয়ার জন্য এগুলো চালুর সিদ্ধান্ত নেওয়া নেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়