শিরোনাম
◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন ◈ চাঁদপুরে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০৬:০৮ সকাল
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০৬:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মঞ্চে পাঁচ মহিলাকে চুম্বন, বিতর্কে প্রেসিডেন্ট দুতার্তে

শেখ নাঈমা জাবীন : মঞ্চে ডেকে এনে পাঁচ-পাঁচ জন মহিলাকে চুম্বন! নিজের রেকর্ড নিজেই ভাঙলেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তে। গত বার সিউলে এক বিবাহিত মহিলাকে চুমু খেয়ে হইচই বাধিয়েছিলেন। এ বার জাপানে গিয়ে ওখানকার ফিলিপিনো বাসিন্দাদের সঙ্গে দেখা করে মঞ্চে ডেকে নিলেন মহিলাদের। সঙ্গে এ-ও দাবি করলেন, সুন্দরী নারীদের সান্নিধ্যই তাঁর সমকামিতাকে ‘সারিয়ে তুলেছে’। এ কথা বলার মধ্য দিয়ে সমকামকে প্রায় রোগ বলেই কি বর্ণনা করলেন না তিনি, উঠছে প্রশ্ন। আনন্দবাজার

বৃহস্পতিবার দুতের্তে যখন এই সব করছেন, মঞ্চে আসীন তাঁর প্রেমিকা স্বয়ং। দুতের্তের তাতে ভ্রক্ষেপ নেই। সটান বলে বসলেন, ‘মেয়েরা, চুমু খেতে চাও নাকি? অবিবাহিতারা চলে এস। নাবালিকারা আসবে না কিন্তু।’ চার মহিলা এগিয়ে যান। প্রেসিডেন্টের গালে চুমু এঁকেও দেন। দুতের্তে এতেই থামেননি। এ বার তাঁর ঘোষণা, ‘এর পর বিধবারা আসুন!’ এ বারে অবশ্য এক জনের বেশি কেউ এগোননি।

এই সবের আগেই বক্তৃতা করার সময় দুতার্তে বলেন, তিনি এক সময় সমকামী ছিলেন। প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা হওয়ার পর থেকে তিনি আবার ‘পুরুষ’ হয়ে যান। সমকামিতার সঙ্গে পুরুষ হওয়ার কী সম্পর্ক, সে প্রশ্ন অবশ্য কেউ করেননি। তাঁর প্রতিপক্ষ সেনেটর আন্তোনিও ট্রিলানেসকেও সমকামী বলে কটাক্ষ করেন দুতার্তে। বলেন, ‘ট্রিলানেস আর আমি তো একই রকম। কিন্তু আমি নিজেকে সারিয়ে তুলেছি।’ এক সময় সমকামী বিয়ের পক্ষেও মত দিতেন দুতার্তে। পরে শুধু একসঙ্গে থাকার অধিকারই স্বীকৃত হয় ফিলিপিন্সে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়