শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০৩:১৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ডকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চায় পাকিস্তান

এল আর বাদল : ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার খেলায় কে জিতবে? বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা না পাওয়া পাকিস্তানকেই দুর্বল প্রতিপক্ষ ভাবছেন অনেকে। কিন্তু দুই দলের বিশ্বকাপের পরিসংখ্যান কিন্তু পাকিস্তানকে দুর্বল বলছে না। ইংল্যান্ডের সমশক্তির দল তারা। গত ১১টি বিশ্বকাপে দুই দল ৯ বার মুখোমুখি হয়েছে। চারটি করে ম্যাচও জিতেছে। একটি ম্যাচ পরিত্যক্ত।

তবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান থেকে ইংল্যান্ডের পাল্লাটা যে ভারী। এখানে অনেক ব্যাকফুটে রয়েছে এশিয়ার দেশটি। ওয়ানডেতে উভয় দল ৮৭ বার মুখোমুখি হয়েছে, যার মধ্যে ৫৩ বার ইংল্যান্ড আর ৩১ বার পাকিস্তান জয় পেয়েছে। উভয় দলের মধ্যে তিনটি ম্যাচ পরিত্যক্ত।

এই মুহূর্তে পরিসংখ্যান নিয়ে একদমই ভাবছেন না পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হারের ক্ষত স্থানে যেনো পচন’ ধরতে না পারে, সে দিক লক্ষ্য রেখেই ইংল্যান্ডের মোকাবিলা করবে পাকিস্তান। স্বাগতিকদের হারিয়ে প্রথম ম্যাচে হারের ব্যাথা ভুলতে চান সরফরাজরা। সোমবার ইংল্যান্ডের ট্রেন্টব্রিজে বাংলাদেশ সময় ৩-৩০ মিনিটে লড়াই শুরু হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে। অধিনায়ক সরফরাজ বললেন, ইংল্যান্ড নিঃসন্দেহে শক্ত প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধেই আমাদের ঘুরে দাঁড়াতে হবে।

তবে ইংলিশ অধিনায়ক ইয়ান মর্গান কিন্তু পাকিস্তানকে মোটেও চাপ মনে করছেন না। তিনি বলেন, ক্রিকেট বিশ্বে শক্তিশালী দলের একটি হলো পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের হারের জন্য তাদের মোটেও দুর্বল মনে করা ঠিক হবে না। এই আসরে তারা ভালোভাবেই ঘুরে দাঁড়াবে বলে আমার বিশ্বাস। মর্গান এও বলেন, শুধু পাকিস্তান নয়, প্রতিটি দলের বিরুদ্ধেই আমাদের জয়ের ধারা অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়