শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০৩:০০ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে জালনোট ছড়াতে দাউদ ইব্রাহীমের নেপাল-বাংলাদেশ সীমান্ত ব্যবহারের উদ্যোগ

শেখ নাঈমা জাবীন : ডি-কোম্পানির এখন আর্থিক অনটন যাচ্ছে। যার ফলে খানিকটা কোণঠাসা হয়ে পড়েছে কোম্পানির কর্ণধার বিশ^খ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিম। তাই নাশকতা এবং জালনোটের কারবার অনেকদিন ধরেই থমকে গিয়েছে। এবার তাই নতুন পথ ধরে জালনোটের কারবারের ছক কষেছে দাউদ। ইতিমধ্যেই ভারতের টাকাকে ফের জাল করে বাজারে ছাড়তে চলেছে দাউদ কোম্পানি। ভারতের পূর্ব সীমান্ত দিয়ে তা প্রবেশ করাতে ছক কষেছে দাউদ এবং তাঁর কোম্পানি। রবিবার এই উদ্বেগের খবর জানিয়েছে জাতীয় তদন্তকারি সংস্থা (এনআইএ)। আজকাল

এনআইএ সূত্রে খবর, এই কাজের জন্য পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে আঁতাত গড়ে তুলেছে দাউদের ডি-কোম্পানি। এই আঁতাতের কথা প্রথম জানতে পারা যায় নেপাল থেকে জালনোট সমেত ধরা পড়া ইউনূস আনসারির কাছ থেকে। এই চক্রের সে মূল পাণ্ডা। এমনকী দাউদের সঙ্গে এবং আইএসআইয়ের সঙ্গে ঘনিষ্ঠ যোগ ছিল ইউনূসের। এই ইউনূসকে জেরা করে তিনজন পাক নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মহম্মদ আখতার, নাদিয়া আনোয়ার এবং নাসিরুদ্দিন এই জালনোটের কারবারের সঙ্গে যুক্ত।

এই তিনজনকে জেরা করে এনআইএ আধিকারিকরা জানতে পেরেছেন নেপাল সীমান্তকেই বেছে নেওয়া হয়েছে জালনোট ছড়ানোর কাজে। এমনকী বাংলাদেশ সীমান্তকেও ব্যবহার করে এই কাজ চালানোর ছক কষা হয়েছে। তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়ে যায় এক দুষ্কৃতকারী। তার কাছ থেকে ১০ লক্ষ টাকার জালনোট উদ্ধার করা হয়েছে। গুজরাট থেকেও এক জালনোট কারবারিকে গ্রেপ্তার করা হয়েছিল। এছাড়া গুরুগ্রামসহ অন্যান্য রাজ্য থেকে জালনোট কারবারিদের গ্রেপ্তার করা চলছে। তার মধ্যেই নতুন পথ ধরে ভারতে জালনোট ঢোকানোর ছক কষেছে দাউদ কোম্পানি। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ
  • জনপ্রিয়