শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদকে ঘিরে নিরাপত্তা বলয়ে সারাদেশের গোয়েন্দা নজরদারি নিশ্চিত করা হয়েছে, বললেন ডিআইজি হাবিব

ইসমাঈল হুসাইন ইমু : আসন্ন ঈদকে ঘিরে এবার রাজধানীসহ সারাদেশে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের কর্মকর্তারা বলেছেন, ঈদকে ঘিরে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। তবুও যাতে নিরাপত্তাজনিত কোনো ত্রুটি না থাকে সেই লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে।

পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান বলেছেন, রেঞ্জের সব জেলায় অভিযান পরিচালিত হচ্ছে। পাশপাশি-ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলাগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, রেঞ্জাধীন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে পোশাকধারী পুলিশের পাশপাশি গোয়েন্দা নজরদারি নিশ্চিত করা হয়েছে।

ইতিমধ্যে ঢাকা মাওয়া হাইওয়ে ঢাকা ময়মন সিং সড়ক ও ঢাকা আরিচা সড়কে যাতে চাঁদাবাজি না হয়, জনসাধারন যাতে নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে সে লক্ষ্যে জেলা পুলিশ সদস্যরা দিনরাপত কাজ করছে। আমি ব্যাক্তিগতভাবে বেশ কয়েকটি রুট পরিদর্শন করেছি এবার গ্রামমুখী মানুষ স্বাচ্ছন্দ্যে বাড়ি ফিরছে বলে আমার কাছে মনে হয়েছে। ঈদ আনন্দকে নির্বিঘ্ন করতে অপরাধ প্রবণ এলাকাগুলোর দিকে বিশেষ দৃষ্টি রাখার নির্দেশনা ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারদের দেওয়া হয়েছে। আশা করছি কোনো প্রকার সহিংস বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই এবারের ঈদ আনন্দ উদযাপন করবে দেশের শান্তিপ্রিয় মানুষ।

এদিকে ঢাকা মহানগর পুলিশ সূত্র জানায়, ঈদে রাজধানীবাসীর জন্য পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য নগরবাসীর নিরাপত্তায় মাঠে থাকবেন। চুরি ও ছিনতাই রোধে ৫০ থানা পুলিশের পাশাপাশি র‌্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্যরা মোটরসাইকেলে টহল দেবেন। নগরজুড়ে বসানো হয়েছে শতাধিক চেকপোস্ট। চেকপোস্টেও সন্দেহভাজনদের দেহ তল্লাশি করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়