শিরোনাম
◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের জিএসপি প্রত্যাহারে নেতিবাচক প্রভাব পড়বে ভারতের গার্মেন্টস রফতানিতে

রাশিদ রিয়াজ : জিএসপি প্রত্যাহারের নেতিবাচক প্রভাব ভারতের গার্মেন্টসের ওপর পড়বে কারণ যুক্তরাষ্ট্র যে ১৫টি ক্যাটাগরিতে সাড়ে ৫৮ কোটি ডলারের গার্মেন্টস পণ্য আমদানি করে তাতে ভারত থেকে আসে প্রায় পৌণে দুই কোটি ডলারের তৈরি পোশাক। এধরনের ভারতীয় পণ্য যুক্তরাষ্ট্রে রফতানিতে জিএসপি সুবিধা পায়। প্রায় ১৫ ধরনের ভারতীয় পোশাকের মধ্যে ১১টি মোটামুটি কম জিএসপির প্রভাবে পড়লেও প্রধানত নারীদের জন্যে তৈরি পোশাক জিএসপির খপ্পরে পড়বে। বিশেষ করে শাল, স্কার্ফ, মাফলার, চাদরসহ এধরনের পোশাক রফতানিতে জিএসপি প্রত্যাহারের নেতিবাচক প্রভাব পড়বে। তবে এধরনের ১৫টি ভারতীয় পোশাক দেশটির পোশাক রফতানিতে অবদান রাখে শূন্য দশমিক ৪৬ শতাংশ মাত্র।

নারীদের জন্যে সিল্কের তৈরি পোশাক রফতানি জিএসপি আওতায় রয়েছে ৫৮.৫ শতাংশ। ক্লথিং ম্যানুফ্যাকচারারস এ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার প্রেসিডেন্ট রাহুল মেহতা বলেন, আপাতত জিএসপি প্রত্যাহারে তেমন কোনো বড় প্রভাব পড়বে না মনে হলেও এ ধরনের সুবিধা প্রত্যাহারের আওতা যদি গার্মেন্টস রফতানির ওপর সম্প্রসারণ হয় তাহলে নেতিবাচক প্রভাব বেড়ে দাঁড়াবে ৩০ থেকে ৩৫ শতাংশ।

তবে ভারতের শিল্পখাতের বিশেষজ্ঞরা বলছেন, এমনিতে সার্বিক রফতানি পড়তির দিকে, সরাসরি বিদেশি বিনিয়োগ হ্রাস পেয়েছে, প্রবৃদ্ধি কমতিতে তখন জিএসপি প্রত্যাহারের বিষয়টি বড় দুশ্চিন্তার। তারা বলছেন, গার্মেন্টস রফতানিকারকদের ভর্তুকি এবং বিশেষ সুবিধা দিয়ে যুক্তরাষ্ট্রের জিএসপি প্রত্যাহারের নেতিবাচক প্রভাব কাটিয়ে উঠতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়