শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০১:৫২ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ বছরে ৮ শতাংশ বেড়েছে বৈশ্বিক অর্গানিক ডেইরির বাজার

নূর মাজিদ : ২০১১ থেকে ২০১৮ সাল নাগাদ টানা ৮ বছর ধরে ৮ শতাংশের উচ্চ প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখে অর্গানিক ডেইরি বা প্রাকৃতিক ও পরিবেশসম্মত ভাবে পালিত গবাদি পশুর দুধ ও সেটা থেকে উৎপাদিত পণ্যের বাজার। ২০১৮ সালে বাজারটির বৈশ্বিক আকার ১ হাজার ৯৪০ কোটি ডলারে উন্নীত হয়। মে মাসের শেষে প্রকাশিত এক বাজার গবেষণা প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সূত্র : সিসিওন পিআর নিউজঅয়্যার।

‘অর্গানিক ডেইরি মার্কেট: গ্লোবাল ইন্ডাস্ট্রি ট্রেন্ডস, শেয়ার, সাইজ, গ্রোথ, অপারচ্যুনিটি অ্যান্ড ফোরকাস্ট ২০১৯-২০২৪’ শীর্ষক এই প্রতিবেদন প্রকাশ করে রিসার্চঅ্যান্ডমার্কেটস ডটকম। অর্থের বিনিময়ে বাণিজ্যিক তথ্য ক্রয়ের জন্য এটি একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট।

‘অর্গানিক ডেইরি নিয়ে তাদের সা¤প্রতিকতম প্রতিবেদনে প্রকাশ, স্বাস্থ্যসম্মত ও প্রাকৃতিক পরিবেশে পালিত গবাদি পশুর দুধের মান ও খাদ্যপন্য খুবই উন্নত। এটা বাণিজ্যিক খামারের দুধ থেকে প্রস্তুতকৃত খাদ্যপণ্যের চাইতে পুষ্টিগুণে বহুগুণ ভালো এবং নিরাপদ। এতে কোন প্রকার কৃত্রিম প্রিজারভেটিভ থাকেনা। বরং প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টস, ভিটামিন, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং কঞ্জুগেটেড অ্যাসিডের মতো উপকারী উপাদানগুলো এতে বিদ্যমান।

অর্গানিক ডেইরি পণ্য অনেকভাবেই স্বাস্থ্যের জন্য উপকারী। এটা শারীরিক গঠন মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মাংসপেশি এবং হাড়ের জোড়ার ব্যথা উপশম করে। আবার ক্যানসার এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও অনেকাংশে কমিয়ে আনে। বিশ্বব্যাপী স্বাস্থ্য সচেতনতা বাড়ার সঙ্গে সঙ্গে তাই অর্গানিক ডেইরি পণ্য ও দুধের চাহিদাও বাড়ছে। এই সকল কারণে ২০১৯-২৪ সালে বাজারটি বার্ষিক ৭ শতাংশ হারে বাড়বে বলে পূর্বাভাস দেয়া হয়। ২০২৪ সালে বাজারটির আকার হবে ২ হাজার ৮৭০ কোটি ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়