শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০৩ জুন, ২০১৯, ০১:৪৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০১৯, ০১:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ওমরা শেষে মহানবীর রওজা জিয়ারতে গেলেন প্রধানমন্ত্রী

আমিন মুনশি : মহানবীর (সা.) পবিত্র রওজা জিয়ারত করতে মদিনা নগরীতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার সকাল ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী একটি বিশেষ ফ্লাইট জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ১০টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান মদিনার ডেপুটি গভর্নর ওয়াহিব আল-সাহিল।

জোহরের নামাজ আদায় শেষে মসজিদে নববীতে হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মুবারক জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। ইফতারের পর রাত সাড়ে ৯টার দিকে মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে জেদ্দায় কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে শেখ হাসিনার।

ইসলামী দেশগুলোর জোট ওআইসির চতুর্দশ সম্মেলনে অংশ নেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার দিবাগত রাতে মক্কায় পবিত্র ‘ওমরা’ পালন করেন।

শেখ হাসিনা প্রথমে পবিত্র কাবা শরিফের চারপাশ ‘তাওয়াফ’ করেন, এরপর সাফা ও মারওয়া প্রদক্ষিণ করেন। দেশবাসী ও মুসলিম বিশ্বের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাতও করেন তিনি। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা এবং তাঁর সফরসঙ্গীরাও ওমরা পালন করেন।

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে ওআইসির ১৪তম ইসলামিক সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে দেশটিতে তিন দিনের সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে চারদিনের জাপান ভ্রমণ শেষ করে শুক্রবার বিকেলে দ্বিতীয় গন্তব্য সৌদি আরব পৌঁছান তিনি। সোমবার ফিনল্যান্ডের উদ্দেশে সৌদি আরব ত্যাগ করবেন প্রধানমন্ত্রী এবং সেখানে ৭ জুন পর্যন্ত থাকবেন। ১২ দিনব্যাপী তিন দেশ সফর শেষে ৮ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়