শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ১০:৫৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০১৯, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব বড় ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা, জানালেন স্বরাষ্ট্র মন্ত্রী

সুজন কৈরী : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, দেশের বড় বড় সব ঈদ জামাতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে, ইউনিফর্মে এবং ছদ্মবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

রোববার দুপুরে রাজধানীর তেজগাঁও বিজ্ঞান কলেজে সুবিধাবঞ্চিত মানুষকে শিশু প্রতিভা বিকাশ কেন্দ্রের ঈদের পোশাক ও ঈদসামগ্রী প্রদান শেষে সাংবাদিকদের এমনটি বলেন তিনি। সমাজের সুবিধাবঞ্চিত শিশু, নারী ও পুরুষদের মাঝে ঈদসামগ্রী বিতরণের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান সৈয়দ মিজানুর রহমান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মালিবাগ ও পল্টনে পুলিশের ওপর হামলাকারীদের শিগগিরই শনাক্তের পর ধরা হবে। তাদের বিষয় তথ্য প্রকাশ করা হবে।
তিনি বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি জঙ্গিদের কাছে প্রশ্ন রাখতে চাই। তারা নাকি মুসলিমদের ভালো চায়, তারা নাকি মুসলিম, তাহলে কী করে মুসলিমদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান ঈদ জামাতে জঙ্গি হামলা চালায় তারা? এটা কী ধরনের মুসলিমদের কাজ হতে পারে? এটা কখনো মুসলিমদের কাজ নয়। যারা ইসলামকে কালিমাযুক্ত করতে চায়, যারা ইসলামের ভালো চায় না, তাদের প্রতিহত করতে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।’

‘এদেশের জনগণ তাদের চায় না, তাদের কোনো ধরনের আশ্রয়-প্রশ্রয় দেয় না। কোনো সহিংসতা চায় না, সবাই মিলে-মিশে বসবাস করতে চায়। একে অন্যের বিপদে পাশে দাঁড়ায়। তাই আমি মনে করি না, কোনো ধরনের অঘটন ঘটবে।’

আসাদুজ্জামান খাঁন বলেন, শিয়া ও আহমদিয়া সম্প্রদায় যদি কোথাও ঈদ জামাতের আয়োজন করে, তাহলে তাদেরও নিরাপত্তা দেয়া হবে।
জঙ্গিরা আবার সংঘটিত হচ্ছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কখনো বলিনি, এদের মূলোৎপাটন করে শেষ করে ফেলেছি। এরা দেশি ও বিদেশি চক্র। এরা সব সময় চক্রান্তে লিপ্ত হয়। তবে এরা বড় ধরনের কোনো আক্রমণ করতে সক্ষম হবে না। এরপরও আমাদের গোয়েন্দারা সব সময় সজাগ আছেন।’

এবার সড়ক, মহাসড়কগুলোতে আগের তুলনায় ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার সড়কে কোথাও কোনো প্রতিবন্ধকতা নেই। মানুষ ঢাকা থেকে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে।

ঈদে রাজধানীর নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, ‘আমাদের ডিএমপি কমিশনার বলেছেন, তিনি নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট। রাজধানীতে কোনো ধরনের অঘটন ঘটবে না। ছিনতাই, মলমপার্টি, অজ্ঞান পার্টি কমেছে। বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সবাই সতর্ক থাকলে আর কোনো ঘটনা ঘটবে না।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়