শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ১০:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০১৯, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে কম ইকোনোমি রেটে শীর্ষে মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক : সবচেয়ে কম ইকোনমি রেট দিয়ে বিশ্বকাপের কম স্ট্রাইক রেটের শীর্ষে আছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। অভিজ্ঞ বোলার ট্রেন্ট বোল্ট, লিয়াম প্ল্যাঙ্কেট, হাসান আলি, মিচেল স্ট্রার্কের মতো বোলারদের ছাড়িয়ে শীর্ষে অবস্থান করছেন ফিজ।

২০১৫ সাল থেকে এখন পর্যন্ত কমপক্ষে ২০টি ইনিংস খেলা পেসারদের মধ্যে মুস্তাফিজের স্ট্রাইক রেট ২৭.৪। মুস্তাফিজের পর যথাক্রমে আছেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, ইংল্যান্ডের লিয়াম প্ল্যাঙ্কেট, পাকিস্তানের হাসান আলি এবং অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। তালিকার দুই নম্বরে থাকা বোল্টের স্ট্রাইক রেট ২৭.৮। অপরদিকে তালিকার তৃতীয়তে থাকা প্ল্যাঙ্কেটের স্ট্রাইক রেট বর্তমানে ২৮.৫। এছাড়াও ২৯.৪ স্ট্রাইক রেট নিয়ে চতুর্থতে অবস্থান হাসান আলির এবং পঞ্চমে ২৯.৪ স্ট্রাইক রেট নিয়ে আছেন স্টার্ক।

উল্লেখ্য, বাংলাদেশ দলের হয়ে ৪৬ ওয়ানডেতে ৮৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান। ২৩ বছর বয়সী এই বাঁহাতির বোলিং গড় ২২.২৭ এবং ইকোনমি রেট ৪.৮৮। এবারের বিশ্বকাপ মিশনে আসার আগে আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ৩ ম্যাচে ৬ উইকেট শিকার করেছিলেন তিনি।

২০১৫ সাল থেকে বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা স্ট্রাইক রেটের বোলারঃ
১। মুস্তাফিজুর রহমান- ২৭.৪
২। ট্রেন্ট বোল্ট- ২৭.৮
৩। লিয়াম প্ল্যাঙ্কেট- ২৮.৫
৪। হাসান আলি- ২৯.৪
৫। মিচেল স্টার্ক- ২৯.৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়