শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৮:৫০ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের নতুন জামা পেয়ে খুশি ২০০ সুবিধাবঞ্চিত শিশু

নিজস্ব প্রতিবেদক : দুইশ সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদের নতুন জামা তুলে দিল স্বেচ্ছাসেবী সংগঠন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব। রোববার সকালে রাজধানীর তেজগাঁও রেল কলোনি বস্তিতে জামা বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

ঈদের আগে এই নতুন পোশাক পেয়ে খুবই খুশি ছিন্নমূল এসব শিশু। নতুন জামা নিতে আসা শিশু সেলিনা জানায়, ঈদ আর মাত্র কয়েকদিন পরেই। কিন্তু মা তাকে নতুন কোনো জামা কিনে দিতে পারেননি। তাই এ জামা পেয়ে তার খুবই খুশি লাগছে। বললো, ঈদটি এখন তার ভালোই কাটবে। ৮ বছরের কবির, কাজ করে রেললাইনের পাশে সবজির দোকানে। ওরও অনেকদিন ধরে নতুন কোনো জামা নেই, এই জামা পেয়ে তার যে কি আনন্দ!
কবির-সেলিনার মতো অনেক শিশুর হাতেই ২০০৯ সাল থেকে সামান্য আয়োজনে ঈদের নতুন পোশাক বিতরণ চালিয়ে আসছে সংগঠনটি।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম এম বাদশাহ বলেন, ‘২০০৯ সালে খুব সামান্য আয়োজনে মাত্র ২২ জন শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে শুরু হয়েছিল এই কার্যক্রম। প্রতি বছরই ধীরে ধীরে বাড়ছে এর পরিধি। উপহার হিসেবে সামান্য হলেও শিশুদের মুখের হাসি আর ওদের প্রাপ্তির আনন্দই আমাদের সংগঠনের সদস্যদের কষ্টকর আয়োজনের সার্থকতা।’

তিনি জানান, সদস্য আর সুহৃদদের নিজস্ব সঞ্চয়ে তৈরি তহবিল থেকে শিশুদের হাতে তুলে দেয়া হয় এই ঈদ সামগ্রী।
‘আমাদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন দেখে সমাজের আরো কিছু কিছু মানুষ তার নিজ নিজ এলাকায় এমন আয়োজন করলে ঈদের খুশিতে মেতে উঠতে পারবে ছিন্নমূল সুবিধাবঞ্চিত সব শিশু।’

সামর্থ্যবানদের প্রতি এম এম বাদশাহ আহবান জানিয়ে বলেন, ‘যার যার অবস্থান থেকে এসব শিশুর জন্য আসুন কাজ করি। ওদেরকে সমাজের মূলস্রোতে নিয়ে আসি। তাহলেই গড়ে উঠবে সত্যিকারের উন্নত বাংলাদেশ।’

পোশাক বিতরণ অনুষ্ঠানে ছিলেন মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মমিন উল্যাহ, ট্রেজারার রবিউল্লাহ, পাবলিসিটি সেক্রেটারি মো. শাহজালাল এবং ইসি মেম্বার মাসুদ রানা, রুহুল আমীন স্বপন, এফ এম সাজ্জাদসহ সংগঠনের অন্য সদস্যরা।
সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়