শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৬:৩২ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৬:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় মেয়াদে প্রথম মালদ্বীপ সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদি

মহসীন কবির : দ্বিতীয় মেয়াদে নির্বাচিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম মালদ্বীপ সফরে যাচ্ছেন আগামী ৮ জুন। মালদ্বীপ সফরের পর বাংলাদেশে তার আসার কথা রয়েছে। সুবিধাজনক সময়ে তিনি সফরে আসবেন।

গত শুক্রবার বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ হায়দরাবাদ হাউজে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদির সঙ্গে। এ সময় তিনি তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তার আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি। দুপুরের দিকে দুই নেতার মধ্যে বৈঠক হলেও বেশ কয়েক ঘণ্টা পর শুক্রবার রাতে ভারতের প্রধানমন্ত্রীর অফিস থেকে এ বিষয়ে একটি বিবৃতি দেয়া হয়। তাতে বলা হয়েছে, বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। সন্তুষ্টির সঙ্গে এ আমন্ত্রণ গ্রহণ করেছেন মোদি।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে বাংলাদেশ সরকারের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন। দুই দেশের কূটনৈতিক চ্যানেলে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

প্রথমবার ক্ষমতায় আসার পর ২০১৫ সালের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরে এসেছিলেন। ফিরতি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের এপ্রিলে দিল্লি গিয়েছিলেন। এ সফরের সময় পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে নরেন্দ্র মোদী ঘোষণা দিয়েছিলেন, ভারত ও বাংলাদেশের বর্তমান সরকার ক্ষমতাসীন থাকা অবস্থাতেই তিস্তার পানি বন্টন চুক্তি হবে।

কিন্তু মূলত মমতার বিরোধীতার কারণে দুই দেশের তৎকালীন সরকারের মেয়াদে এই চুক্তি সই সম্ভব হয়নি। এখন দুই দেশে জাতীয় নির্বাচনের পর বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী আবারো ক্ষমতায় এসেছেন। তবে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতার সাথে মোদীর দ্বন্দ্ব আরো বেড়ে গেছে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গের ক্ষমতায় বিজেপি আসতে পারলে তিস্তা চুক্তি সইয়ের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে। লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বেশ ভাল ফল করেছে বিজেপি।

মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে সম্প্রতি দিল্লি সফর করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শপথ গ্রহণের পরদিন গত শুক্রবার হায়দরাবাদ হাউজে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে সাক্ষাত করেন মোদী। এতে দীর্ঘদিন ঝুলে থাকা তিস্তার পানিবণ্টন চুক্তি দ্রুত সই করা এবং রোহিঙ্গা সঙ্কট সমাধানে মিয়ানমারের ওপর চাপ সৃষ্টির জন্য মোদির প্রতি অনুরোধ জানান রাষ্ট্রপতি। মোদি দুটি ইস্যুতেই ইতিবাচক সাড়া দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়