শিরোনাম
◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৫:১২ সকাল
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৫:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রোটিয়াদের বিপক্ষে অতিরিক্ত স্পিনার নিয়ে নামতে চান মাশরাফি

নিজস্ব প্রতিবেদক : নিউজিল্যান্ড সফর থেকে কাঁধের চোটের কারণে বোলিং করতে পারছেন না পঞ্চপা-বের মাহমুদউল্লাহ রিয়াদ। দলের প্রয়োজনে বোলিং করে উইকেট এনে দিয়েছেন তিনি।

কাঁধের চোটের কারণে দীর্ঘদিন বোলিং থেকে দূরে থাকা রিয়াদ বিশ্বকাপের আগেই ভালোমতো বল করতে সক্ষম হয়ে উঠবেন- টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গিয়েছিল এমনটিই। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের প্রথম ম্যাচকে সামনে রেখে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা দিলেন ভিন্ন তথ্য।

মাশরাফি বলেন, ‘রিয়াদ প্র্যাকটিসে এক দিন বল করেছিল। এরপর প্রায় এক সপ্তাহ হয়েছে বোলিং করতে পারছে না। বোলিং করলে হাতে কিছু ব্যথা হচ্ছে। আমরা চাই না ওর ব্যাটিংয়ের ক্ষতি হোক। আমার কাছে মনে হয় সে বল করার জন্য প্রস্তুত আছে। তবে সে যদি মনে করে ম্যাচে দলের খারাপ সময় যাচ্ছে, বল করা প্রয়োজন- অন্যথায় রিয়াদের যে ইনজুরি আছে তার বোলিং করার সম্ভাবনা কম।’

বাড়তি স্পিনার খুঁজতে গেলে কপাল খুলে যেতে পারে মোসাদ্দেকের। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জেতানো এই অলরাউন্ডার সাত নম্বরে দলের ঘাটতি পোষানোর দাবি জানাতে পারেন জোরেশোরেই, অন্তত সাম্প্রতিক ফর্ম বিবেচনায়। সেক্ষেত্রে কপাল পুড়বে হয়ত সাব্বির রহমানের!

মাশরাফি অবশ্য রাখলেন ধোঁয়াশা। তিনি বলেন, ‘বাড়তি স্পিনারের কথা আমরা অবশ্যই ভাবছি। ব্যাপারটা এই মুহূর্তে পরিস্কার করা কঠিন। কিন্তু আমরা ভাবছি। সাত নম্বর পজিশন নিয়েও আমাদের ভাবতে হচ্ছে। ওখানে আমরা এডিশনাল স্পিনারের কথা ভাবছি। তবে এখনো নিশ্চিত না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়