শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিন্স হ্যারি মাশরাফিকে বললেন, খেলাটা উপভোগ করো

ডেস্ক রিপোট : রানীর দেশে শুরু হলো ২২ গজের যুদ্ধ। মুকুট জিতে নিতে চলছে লড়াই। ইংলিশরা জয় দিয়ে শুরু করেছে, এবার নিজেদের মাটিতে আক্ষেপ ভোলানোর মিশন তাদের। পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে ক্যারিবীয়রা। শনিবার শ্রীলঙ্কাকে হেসে খেলেই হারিয়েছে নিউজিল্যান্ড। অপেক্ষার প্রহর শেষ বাংলাদেশের। নিজেদের প্রথম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ হার দিয়ে শুরু করা দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ দিয়েই মাশরাফি বিন মুর্তজার দলের শুরু হবে ট্রফি জিতে নেয়ার স্বপ্নের যাত্রা।মানবজমিন

২০ বছর পর বিশ্বকাপ ক্রিকেট এবার ফিরেছে জন্মভূমিতে। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিশ্বকাপের ১০ দলের অধিনায়ক গিয়েছিলেন বাকিংহাম প্যালেসে রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে। ব্রিটিশ রাজতন্ত্র ও আভিজাত্যের প্রতীক মনে করা হয় এই ভবনকে। গোটা বিশ্বের সবচেয়ে সুপরিচিত ভবনগুলোর একটি। সৌভাগ্যের দেশে মাশরাফির দল মাঠের লড়াই শুরু করবেন আজ। মাত্র দুই বছর আগেই ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার গৌরব কুড়ায় বাংলাদেশ। এবার ট্রফি ছোঁয়ার পালা। লন্ডনের দ্য ওভাল গ্রাউন্ডে আজ প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগাররা।

ইংল্যান্ড জুড়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে শুরু হয়েছে ম্যাচ নিয়ে উন্মাদনা। তবে  সেখানে সব কিছুই যেন একটি নিয়মের মধ্যে। মাঠে আসা দর্শকরা গ্যালারি আর স্টেডিয়াম পাড়াতেই উল্লাস করবেন। কিংবা যেখানে বার, পাব আর নাইট ক্লাব আছে সেখানে বড় বড় টিভি পর্দায় খেলা দেখে উল্লাস করবেন। যে কারণে হুট করেই যেখানে সেখানে ক্রিকেট নিয়ে মিছিল দেখা যাবে না। তবে এই দেশেই আছে টাইগারদের বিশাল সমর্থক গোষ্ঠী। বিশেষ করে বাঙালি পাড়া হিসেবে পরিচিত লন্ডনের ব্রিক লেন, হোয়াইট চ্যাপল ও স্যাডওয়েলে হাঁটতে গেলেই শোনা যায় খেলা নিয়ে আলোচনা।

কিংবা বাংলাদেশিদের হোটেলে খেতে গেলে বা তাদের ট্যাক্সিতে উঠলেও বুঝা যায় নিজ দেশকে সমর্থন দিতে কতটা মুখিয়ে আছেন তারা। মাশরাফি বিন মুর্তজাও জানেন তাদের শক্তির অন্যতম অংশ সমর্থকরা। এমনকি সেটি জানেন প্রিন্স হ্যারিও। রাজপ্রাসাদে সেই বিষয়টি টাইগার অধিনায়ককে স্মরণও করিয়ে দিয়েছেন রাজপুত্র। তা নিয়ে মাশরাফি জানান, ‘প্রিন্স হ্যারি আমাকে বললেন, বাংলাদেশের অনেক বড় একটি কমিউনিটি আছে এখানে। অনেকক্ষেত্রেই তারা বড় ভূমিকা রাখছে এই দেশে। আবহাওয়া নিয়েও কথা হলো, দেশে ৪০ ডিগ্রি তাপমাত্রা  থেকে এসে এখানে খেলা কতটা কঠিন। বিশ্বকাপ নিয়ে আমাদের প্রস্তুতির খোঁজ- খবরও নিলেন। বললেন খেলা উপভোগ করতে।’

বাংলাদেশের এই খেলা দেখার জন্য শনিবার পর্যন্ত সমর্থকদের টিকিটের পেছনে ছুটতে দেখা গেছে। অনেকেই এসেছেন দেশ থেকে। এসে যে যার মতো টিকিট সংগ্রহ করার চেষ্টা করছেন। এই সুযোগে বেড়েছে টিকিট কালোবাজারিতে বিক্রিও।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়