শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর
আপডেট : ০২ জুন, ২০১৯, ১২:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমকাল ও জুনিয়র চেম্বার আগামী বাজেটে তরুণদের প্রাধান্য দেয়ার পরামর্শ দিয়েছে

তানজিনা তানিন : তরুণ উদ্যোক্তারাই পারবে দেশের উৎপাদন বৃদ্ধি করতে ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশের এই দুইটি খুব দরকার। তা সম্ভব হবে দক্ষ তরুণ জনগোষ্ঠীর মাধ্যমে। এ জন্য তরুণদের রাখতে হবে সব উন্নয়ন পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে। আগামী বাজেট হতে হবে তরুণ জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে। তরুণ উদ্যোক্তাদের সহজে ব্যবসা করার জন্য বাজেটে প্রয়োজনীয় নীতি উদ্যোগ থাকতে হবে।  সমকাল

আগামী অর্থবছরের বাজেটকে সামনে রেখে গতকাল শনিবার সমকাল ও জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশ আয়োজিত 'তারুণ্যের বাজেট' শীর্ষক আলোচনা সভায় বক্তারা এমন মতামত দিয়েছেন। রাজধানীর হোটেল ওয়েস্টিনে এ আলোচনায় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। ধন্যবাদ জানান জেসিআই বাংলাদেশের জাতীয় সভাপতি ইরফান ইসলাম।

বক্তারা বলেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে তরুণই বেশি। এ কাঠামোর সুবিধা নিতে তরুণদের দক্ষতা বাড়াতে হবে। তরুণরা যারা উদ্যোক্তা হিসেবে আসতে চাইছেন, তাদের সহজে ব্যবসা শুরু করার সুযোগ করে দিতে হবে। এ জন্য বাজেটে উদ্যোগ থাকা দরকার।

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সহজে ব্যবসা করার সূচকে পিছিয়ে থাকার কারণে বাংলাদেশের বদনাম রয়েছে। এ সূচকে লক্ষণীয় উন্নতির জন্য বন্দরের সেবা, আইন-কানুনের জটিলতা এবং সুশাসনের মতো অনেক বিষয় রয়েছে, যেখানে ব্যাপক সংস্কার দরকার। ব্যবসা-বাণিজ্য সহজ করার জন্য সরকারের উদ্যোগের পাশাপাশি তরুণদের অনেক কিছু করার আছে। কারণ, তরুণরা অনেক গতিশীল। সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী নিজেই অনেক বিষয় নজরদারি করছেন। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর অনেক সুবিধা থাকবে না বলে আলোচনা হচ্ছে। অনেকে ভয়ও পাচ্ছেন। তবে যখন যে কাজ করার কথা, তখন সেটা করলে ভয়ের কিছু নেই। উন্নত দেশ হওয়ার জন্য কঠোর পরিশ্রমের বিকল্প নেই।

 

আলোচনায় বিশেষ অতিথি উইমেন চেম্বারের সভাপতি সেলিমা আহমাদ এমপি বলেন, বাংলাদেশ জনবহুল দেশ। এখানে মানব সম্পদের উন্নয়ন ছাড়া উপায় নেই। তরুণদের এগিয়ে নিতে সব ক্ষেত্রে শিক্ষার মান সমান হতে হবে। কর্মসংস্থান সৃষ্টির জন্য চামড়া, আইসিটি ও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের সম্প্রসারণে উদ্যোগ নিতে হবে। তরুণদের দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ দরকার। তিনি বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য ৫০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখার প্রস্তাব করেন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়