শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৩:৩৫ রাত
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদবঞ্চিতদের ঈদ সালামি ও পাঞ্জাবি পাঠালো ছাত্রলীগ

সমীরণ রায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে আন্দোলনরত ছাত্রলীগের পদবঞ্চিতদের ঈদ সালামি ও পাজামা-পাঞ্জাবি পাঠিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রেজানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই ছাত্রলীগ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে বলেও জানিয়েছেন সাধারণ সম্পাদক।

ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে বিবাহিত, চারকরিজীবী, বয়স উত্তীর্ণ, চাঁদাবাজ, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী ও একাধিক মামলার আসামি রয়েছেন বলে অভিযোগ তুলেছেন পদবঞ্চিতরা। তাদের দাবি, বিতর্কিতদের বাদ দিয়ে যোগ্যদের স্থান করে দেওয়া। এই দাবিতে টানা অবস্থান নিয়ে রাজু ভাস্কর্যেই ঈদ করবেন বলে জানিয়েছেন আন্দোলনরতরা। তবে পদবঞ্চিতরা যেন মা-বাবার সঙ্গে ঈদ করতে পারেন, সেজন্যই শনিবার ঈদ সালামি ও পাজামা-পাঞ্জাবি পাঠিয়েছেন বলে জানান ছাত্রলীগের দুই শীর্ষনেতা।

গত ১৩ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন সাপেক্ষে ছাত্রলীগের ৩০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর পদবঞ্চিতরা আন্দোলনে নামলে প্রধানমন্ত্রীর নির্দেশনার পর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখবেন বলে আশ্বাস দেন। এতে করে পদবঞ্চিতরা কর্মসূচি স্থগিত করেন। তবে গত ২৭ মে ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর কর্মসূচি গ্রহণের পর পদবঞ্চিতরা ২৬ মে রাতেই রাজু ভাস্কর্যে অবস্থান শুরু করেন।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘৪-৫ জন রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা ইতোমধ্যে বিবাহিত ও চাকরিজীবী যারা রয়েছেন, তাদের মধ্যে ১৯ জন চিহ্নিত করে শূন্যপদ ঘোষণা করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে এলেই শূন্যস্থানগুলো পূরণ করবো। কিন্তু তারা কথা মানছেন না। তাদের বার বার বলেছি, তোমরা মা-বাবার সঙ্গে ঈদ করতে বাড়ি যাও।’

‘শনিবার তাদের সঙ্গে ইফতার করে ঈদ সালামী ও পাজামা-পাঞ্জাবী দিয়েছি। গত ২৭ মে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি। আর প্রধানমন্ত্রী দেশে ফিরলেই আলাপ-আলোচনা করে ১০ বা ১১ জুন টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে যাবো।’

পদবিঞ্চতদের অভিযোগ, তাদের খোঁজ-খবর নিতে ছাত্রলীগের কোনো নেতা আসেননি। রোদ-বৃষ্টির মধ্যেও তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। দাবি না মানলে রাজু ভাস্কর্যেই ঈদ করবেন তারা।

এ সম্পর্কে গোলাম রাব্বানী বলেন, ‘তাদের সব সময়ই খোঁজ-খবর নিচ্ছি। প্রতিনিয়ত যোগাযোগ রাখার চেষ্টা করছি। অবস্থান কর্মসূচিতে মূল ভূমিকা পালনকারীদের মধ্যে সাঈফ বাবু, তিলোত্তমা সিকদার, লিপি, গোলাম মোস্তফা, আরাফতসহ সবার সঙ্গে কথা বলেছি। তাদের বলেছি, দাবি অনুসারে শূন্যপদগুলো পূরণ করা হবে। তবে তারা বাড়ি না গেলে ঈদের দিন সেমাই, গুড়া দুধ, মিষ্টিসহ যা যা প্রয়োজন পাঠিয়ে দেবো।’

অবস্থান কর্মসূচিতে থাকা ছাত্রলীগের গত কমিটির মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপ-সম্পাদক আল মামুন বলেন, ‘আন্দোলনের মুখে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক ১৯টি পদ শূন্য ঘোষণা করেছেন। তার মানে আমরা সঠিক জায়গায় আছি। তাই ১৯টি শূন্য পদে নতুন নাম ঘোষণা না করে ৩০১ জনকে বিতর্কিত করছেন। অন্যদিকে ৩০১ জনকেই বৈধতা দেওয়ার চেষ্টা করছেন।’

সম্পাদনা: অশোকেশ রায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়