শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০৩:১৬ রাত
আপডেট : ০২ জুন, ২০১৯, ০৩:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের সফরে লন্ডনকে অচল করে দেয়ার পরিকল্পনা আঁটছে বিক্ষোভকারীরা

লিহান লিমা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরকে কেন্দ্র করে বিক্ষোভের পরিকল্পনা করছেন শত শত কর্মী। আগামী সপ্তাহে পুরো লন্ডনকেই অচল করে দেয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। ডেইলি মেইল

ইতোমধ্যেই বিশটি ভিন্ন ভিন্ন ইভেন্ট সামলাতে ২০ হাজারেরও বেশি পুলিশ নিয়োগ দেয়া হয়েছে। লন্ডনের রিজেন্ট পার্কের মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে উচুঁ দেয়াল। ধারণা করা হচ্ছে, ট্রাম্পের সফরে নিরাপত্তা ব্যয় বাবদ ব্রিটিশ সরকারের খরচ হবে ১৮ মিলিয়ন পাউন্ড। মূল বিক্ষোভটি হবে মধ্য লন্ডনে। আয়োজকরা বলছেন, হাজার হাজার বিক্ষোভকারীর অংশগ্রহণে এই র‌্যালি ত্রাফালগার স্কয়ার থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত যাবে। এছাড়া ডাউনিং স্ট্রিট থেকে মাত্র কিছু দূরে বিক্ষোভ করার অনুমতি পেয়েছেন তারা। সেখানে থেরেসার সঙ্গে দেখা করবেন ট্রাম্প।

বিক্ষোভকারীরা বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারকে জানাতে চাই ট্রাম্পের এজেন্ডা স্বাভাবিক নয়। এছাড়া ট্রাম্প যখন আসবেন তিনি জানবেন, এখানকার মানুষ তাকে ও তার বিষাক্ত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে।’

প্রসঙ্গত, ৩ থেকে ৫ জুন পর্যন্ত ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করবেন ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে সাক্ষাতসহ দেখা করবেন রাণী এলিজাবেথের সঙ্গে। ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের সঙ্গেও দেখা করবেন ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। এর আগে গত বছর লন্ডনে সফরে এসে বিক্ষোভের কথা জানতে পেরে ট্রাম্প বলেছিলেন, তিনি দ্বিতীয়বার কখনোই ব্রিটেন সফরে আসবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়