শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ০২ জুন, ২০১৯, ০১:৪১ রাত
আপডেট : ০২ জুন, ২০১৯, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোহিঙ্গা গণহত্যা ও জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থাপনের নিন্দা ওআইসি নেতাদের

লিহান লিমা: সৌদিআরবের মক্কায় অনুষ্ঠিত ইসলামিক দেশগুলোর সম্মেলনে ৫৭টি দেশের নেতারা সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র, রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা, বিশ্বজুড়ে ইসলামোফোবিয়া বৃদ্ধি ও পারস্য উপসাগরীয় আঞ্চলিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। রয়টার্স, আল জাজিরা, আরব নিউজ

শনিবার এক বিবৃতিতে ‘অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স’-ওআইসি মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর অমানবিক পরিস্থিতির নিন্দা করে সহিংসতা বন্ধের আহ্বান জানায়। সম্মেলনে নেতারা বলেন, ‘মিয়ানমার সরকারকে অবশ্যই তাদের নাগরিকদের সুরক্ষার দায়ভার নিতে হবে।’

সম্মেলনে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়া দেশগুলোর কঠোর নিন্দা জাননো হয়। যৌথ বিবৃতিতে বলা হয়, ‘এটি অবৈধ ও দায়িত্বহীন সিদ্ধান্ত। এটি আন্তর্জাতিক আইনের ভয়াবহ লঙ্ঘন। যে দেশগুলো এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।’ওআইসি জেরুজালেমে দূতাবাস থাকা দেশগুলোকে বয়কট করার আহ্বান জানায় ও যে দেশগুলো জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করেছে তাদেরকে নীতি পুর্নবিবেচনার আহ্বান জানায়।
প্রসঙ্গত, ২০১৭ সালের ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ও ২০১৮ সালের মে মাসে তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের পথ অনুসরণ করে গুয়েতেমালা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়