শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ১১:০৫ দুপুর
আপডেট : ০১ জুন, ২০১৯, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, লিভারপুল-টটেনহ্যাম মহারণ আজ রাতে

স্পোর্টস ডেস্ক : আগামী এক বছরের জন্য ইউরোপের সেরা তকমা পাবে একটি দল। সেই লড়াই অনুষ্ঠিত হবে আজ রাতে। উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে আজ রাতে মাঠে নামছে দুই ইংলিশ ক্লাব লিভারপুল আর টটেনহ্যাম হটস্পার্স। বাংলাদেশ সময় রাত একটায় স্পেনের রাজধানী মাদ্রিদের ওয়ান্দা মেট্রোপলিটন স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।
বার্সেলোনার বিরুদ্ধে ঐতিহাসিক জয় নিয়ে ফাইনালে উঠে আসে লিভারপুল। প্রথম লেগে ন্যু ক্যাম্পে লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে লিভারপুলকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। দ্বিতীয় লেগে বেশ ফুরফুরে মেজাজেই শুরু করে বার্সা। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি মেসি-পিকেদের আনন্দ। অ্যানফিল্ডে অন্য এক লিভারপুলকে দেখেছে বার্সেলোনা। ৩-০ গোলে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত বার্সার জালে চারবার বল জড়ায় অলরেডসরা। আর এতেই নিশ্চিত ফাইনাল।
অন্যদিকে, আয়াক্স রূপকথাকে থামিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টটেনহ্যাম হটস্পার্স। ঘরের মাঠে প্রথম ম্যাচে আয়াক্সের বিপক্ষে ১-০ গোলের পরাজয় নিয়ে ক্রুইফ অ্যারেণায় ফাইনালের লক্ষ্যে মাঠে নামে। আর সেমি ফাইনালের দ্বিতীয় লেগে এ যেন এক অচেনা স্পার্স। দ্বিতীয় লেগে আয়াক্সকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠলো স্পার্স।

১৪ বছর আগে ২০০৫ সালে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল লিভারপুল। আর এরপর ২০১৮ সালে ফাইনালে উঠেও রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ গোলে হেরে হাতছাড়া হয় ইউরোপ শ্রেষ্ঠত্ব।

ক্লপ তার কোচিং ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি ফাইনালে তুলেছেন দলকে। কিন্তু বিস্ময়কর হলেও প্রত্যেকটি ফাইনালেই হেরেছে ক্লপ। তবে কি রবার্ট ব্রæসের সাত নম্বরে এসে ফাইনাল জয়ের স্বাদ পাবে ক্লপ?

অন্যদিকে স্পার্স কোচ মাউরিসিও পচেত্তিনো এখন পর্যন্ত জিততে পারেননি কোন শিরোপা। আর এক মাত্র সাফল্য ২০১৪-১৫ মৌসুমে স্পার্স তুলেছিলেন কারাবো কাপের ফাইনালে। আর সেই ফাইনালও হেরে হাতছাড়া করেছিলেন প্রথম শিরোপা জয়ের সম্ভবনা। তবে এবার প্রস্তুত এই আর্জেন্টাইন কোচ। নিজের ক্যারিয়ারের প্রথম শিরোপা জয় করার জন্য।
দুই ট্যাক্টিক্যাল জিনিয়াসের মধ্যে লড়াই নিজেদের প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে। চ্যাম্পিয়ন্স লিগে দুই ফাইনাল হারা ক্লপ নাকি প্রথমবারের মতো স্পার্সকে ইউসিএলের ফাইনালে নিয়ে যাওয়া পচেত্তিনো। কে হাসবে শেষ হাসি জানতে হলে অপেক্ষা করতে হবে রাত ১টায় শুরু হওয়া ম্যাচ শেষ হওয়া পর্যন্ত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়