শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৭:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরস্পরের আমদানি পণ্যের উপর উচ্চ শুল্ক আদায় শুরু করলো যুক্তরাষ্ট্র-চীন

সুস্মিতা সিকদার : শনিবার থেকে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি চীনা পণ্যে ২৫ শতাংশ শুল্ক সংগ্রহ শুরু করলো যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে অর্থনৈতিকভাবে শক্তিশালী দুই দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধ আরো তীব্র আকার ধারণ করলো। রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ মে ২০ হাজার কোটি ডলারের চীনা পণ্যে শুল্ক বৃদ্ধি করেন। তবে, ওই সময়ের আগে যেসব পণ্য সমুদ্র পথে চীন থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েগিয়েছিলো সেগুলোর উপর ওপর ওই শুল্ক আরোপ হয়নি। ওই পণ্যগুলোর জন্য ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির কার্যালয় ১৫ মে ফেডারেল নোটিশ জারি করে। ওই নোটিশে উল্লেখ করা হয়, ১ জুন থেকে চীনের পণ্যের উপর কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন কর্তৃপক্ষ ২৫ শতাংশ শুল্ক আদায় করবে। এই নতুন শুল্ক কার্যকর হলো শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে।

যে সকল ভোগ্যপণ্যের উপর এই উচ্চ শুল্ক আদায় হচ্ছে তাহলো: ইন্টারনেট মডেম, রাউটার, প্রিন্টেড সার্কিট বোর্ড, আসবাবপত্র, ভ্যাকুয়াম ক্লিনার এবং হাল্কা পণ্যের উপর।

এদিকে, চীন শনিবার সকাল থেকে যুক্তরাষ্ট্রের ৬ হাজার কোটি মার্কিন ডলার পণ্যের উপর শুল্ক আদায় শুরু করেছে। চীন এই শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলো ১৩ মে। এছাড়া যুক্তরাষ্ট্রের ৫১৪০টি পণ্যের মধ্যে অর্ধেকেরও বেশি পণ্যের উপর অতিরিক্ত ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ করে। পূর্বে ওই পণ্য গুলোর উপর ৫ থেকে ১০ শতাংশ শুল্ক আদায় করা হতো।

দুই দেশের মধ্যে উদ্ভুত এই পরিস্থিতির জন্য ট্র্যাম্প চীনকে দায়ি করে বলেন, চীন যুক্তরাষ্ট্রের সাথে বিদ্যমান বাণিজ্য চুক্তি ভঙ্গ করেছে। তবে, চীন ট্রাম্পের এই অভিযোগ অস্বীকার করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়