শিরোনাম
◈ তীব্র গরমে শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি 

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৭:২১ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৭:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে যেকোনো দলকে আমরা হারাতে পারি : উইলিয়ামসন

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ড বিশ্বকাপে ফেবারিট দলের তকমা নেই নিউজিল্যান্ড দলের। শক্তিশালী দলের মধ্যে এই দলটিও সেই কাতারে পড়লেও ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো এখনো শিরাপোর স্বাদ পায়নি। চলমান বিশ্বকাপে স্বাগতিক দল ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলোর শক্তিমত্তা নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তার ছিটেফোঁটাও হচ্ছে না এই দলটিকে নিয়ে। তবে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের দাবী, যে কাউকেই হারাতে পারে তার দল।

নিজেদের স্বভাবসুলভ ক্রিকেট খেলেই লড়াই করতে চান এই অধিনায়ক। শ্রীলংকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আগে জানান, ‘আমরা জানি র্যাঙ্কিংয়ের উপরের দিকের দলগুলো এই কন্ডিশনে ফেভারিট। তারপরেও আমরা যে ধরণের ক্রিকেট খেলছি এবং যেভাবে খেলছি এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এতে প্রমাণ হয় আমরা লড়াই করার মতো দল। যদি আমরা লড়াই করতে পারি, তাহলে আমরা যে কাউকে হারিয়ে দিতে পারি।’

ইংল্যান্ডের কন্ডিশনে ফ্ল্যাট উইকেটে খেলা হওয়াতে হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াকেই বড় পরীক্ষা বলছেন উইলিয়ামসন। তার মতে, ‘আমার মনে হয় অন্য দল যেভাবে খেলছে সেটা তাদের সাথে মানানসই। হাই স্কোরিং ম্যাচ নিয়ে অনেক কথা হচ্ছে। কিন্তু আমার মনে হচ্ছে, কিছু ম্যাচে এমন হবে না, বরঞ্চ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই গুরুত্বপূর্ণ হবে।’

উল্লেখ্য, কার্ডিফে আজ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে কিউই দল। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়