শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৭:১৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৭:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনিয়া গান্ধী কংগ্রেস পার্লামেন্টারি পার্টি প্রধান নির্বাচিত

সান্দ্রা নন্দিনী : ভারতে সদ্যসমাপ্ত লোকসভা নির্বাচনে শোচনীয় পরাজয়ের দায় নিজের কাঁধে তুলে নিয়ে দলের সভাপতি পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন রাহুল গান্ধী। পরবর্তীতে দলের কার্যনির্বাহী কমিটি’কে রাহুলের পক্ষ থেকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করার অনুরোধ জানালে এর ঠিক এক সপ্তাহ পর শনিবার সোনিয়া গান্ধীকে কংগ্রেস পার্লামেন্টারি পার্টি-সিপিপি প্রধান হিসেবে নির্বাচিত করেন কংগ্রেস এমপিরা। ইউনাইটেড প্রেগ্রেসিভ অ্যালাইস-ইউপিএ সভাপতি সোনিয়া গান্ধী এখন থেকে সিপিপি প্রধানের দায়িত্বও পালন করবেন। এনডিটিভি

লোকসভা নির্বাচনের পর শনিবার সিপিপি’র প্রথম বৈঠকটি ছিলো রাহুলের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠক।

উল্লেখ্য, লোকসভার ৫৪২ আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র ৫২টি আসন। ২০১৪ সালের পর এটিই দলটির দ্বিতীয় শোচনীয় পরাজয়। অর্থাৎ, আরও ৩টি আসন বেশি পেলে কংগ্রেস লোকসভায় বিরোধীদল হিসেবে গণ্য হওয়ার মর্যাদা লাভ করতো।

এদিকে, কংগ্রেসের পার্লামেন্টারি কমিটির বৈঠকে বিজেপির সঙ্গে প্রতিদিন লড়াই করার ঘোষণা দিয়েছেন রাহুল। তিনি বলেন, দলের ঘুরে দাঁড়াবার প্রয়োজন রয়েছে আর সেট ‘এ’ করার সুযোগও কংগ্রেসের আছে।

এর আগেও, বিজেপি’র সঙ্গে মতাদর্শের লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন রাহুল। তার মতে, দল পরিচালনের ভার না থাকলে সেই লড়াই তারজন্য সহজ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়