শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ সাভারে শো-রুমের স্টোররুমে বিস্ফোরণ, দগ্ধ ২ ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৪:৫১ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোর্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণ জানালেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছর ধরে পারফরমেন্সটা মোটেই ভালো যাচ্ছে না ৯৬ এর বিশ্বকাপ চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা দলের। আইসিসির র‌্যাঙ্কিংয়ে নয় নম্বারে থেকে বিশ্বকাপে পা রেখেছে দলটি। এমন পরিস্থিতিতে দলে প্রাণ ফিরিয়ে আনতে লঙ্কান বোর্ড চেয়েছে সাবেক ক্রিকেটারদের বোর্ডের সাথে কাজ করার সুযোগ করে দিতে, তবে বোর্ডের উপর বেশ ক্ষিপ্ত জয়াবর্ধনে উগরে দিলেন ক্ষোভ। জানিয়েছেন কেনইবা সাবেকরা আগ্রহী নয় বোর্ডের সাথে কাজ করতে।

বেশ কিছুদিন আগে দলের সাবেক ক্রিকেটার কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে ও অরবিন্দ ডি সিলভাকে নিয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে শ্রীলঙ্কা বোর্ড। যার মূল উদ্দেশ্য ছিল দেশটির ক্রিকেটের বেহাল দশার কারণ খোঁজা ও নতুনভাবে সব সাজানোর উপায় বের করা। দীর্ঘ আট মাসের প্রচেষ্টায় প্রতিবেদনে অনেকগুলো প্রস্তাব দেয় যা লঙ্কান ক্রিকেটের উপকারী হওয়ার কথা ছিল।

অথচ বোর্ড পাত্তা দেয়নি তাদের ওসব প্রস্তাবকে, ক্ষোভের জন্মটা সেখান থেকেই। এই প্রসঙ্গে মাহেলা জানিয়েছেন, ‘আমরা আট মাস কাজ করে একটা পেশাদার ক্রিকেট কাঠামো প্রস্তাব দিয়েছিলাম। বোর্ডের ভালো চিন্তা করেই আমাদের এই পরিকল্পনা। অথচ বোর্ড কোন আগ্রহই দেখালোনা। আমরা চাইনি আমাদের অভিজ্ঞ খেলোয়াড়েরা অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে লিগ খেলুক। তাদের অভিজ্ঞতা থেকে তরুণরা অনেক কিছু শিখতে পারতো।’

সাবেক এই কিংবদন্তি আরো বলেন, ‘আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে। আমার কিছু প্রতিশ্রুতি ছিল, তার চাইতে বড় কথা আমি জানিইনা আমার ভূমিকা কি? টিম ম্যানেজমেন্টে সামান্য অবদান রাখতে পারলেও খুশি হতাম, তবে ক্রিকেট বোর্ডে নয়। আপনি যখন বুঝবেন জায়গাটা আপনার জন্য উপযুক্ত না, তখন কাজ করার উদ্দীপনা হারিয়ে ফেলি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়