শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ শিশু হাসপাতালের কার্ডিয়াক আইসিইউতে আগুন, পুড়ে গেছে যন্ত্রপাতি ও বিভিন্ন সামগ্রী 

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০৪:২৪ সকাল
আপডেট : ০১ জুন, ২০১৯, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী নির্যাতন রোধে অপরাধীদের দ্রুত সাজা  দেয়ার ব্যবস্থা করতে হবে, বললেন মালেকা বানু

জুয়েল খান : সাম্প্রতিক সময়ে আমাদের দেশে নারী নির্যাতন এবং ধর্ষণের খবর সংবাদ মাধ্যমে জানতে পারছি। যেখানে আমরা এখন সভ্য এবং আধুনিক সমাজে বসবাস করছি, সেখানে একজন নারী কীভাবে পুরুষের কাছে অনিরাপদ বোধ করে। সভ্য সমাজের প্রথম লক্ষণ হচ্ছে নারী-পুরুষ উভয় মিলে একটা বৈষম্যহীন সমাজ গঠন করা, এমনটাই মনে করেন মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু।

তিনি বলেন, কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীর সমান অংশগ্রহণ যেখানে সরকারের প্রাধান্যের বিষয়, সেখানে কিছু মানুষের বিকৃত চরিত্রের কারণে পুরো সমাজের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে। নারী পুরুষের কাছে নিরাপদ বোধ করছে না। শিক্ষাসহ সব ক্ষেত্রে যেখানে বাংলাদেশের নারীরা এগিয়ে যাচ্ছে, সেখানে শুধু একটা কারণেই আমাদের এই উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে আর সেটা হলো সমাজের নারীদের নিরাপত্তা।

তিনি আরো বলেন, বাংলাদেশে মামলার সংখ্যা বেশি এবং বিচারকের সংখ্যা কম হওয়ার কারণে নারী নির্যাতিত হলে সেই মামলার বিচার হতে অনেক সময় লাগছে। অনেক ক্ষেত্রে বিচারপ্রার্থীর বিচার পাওয়ার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি হওয়ার কারণে বিচার পাওয়ার আশা ছেড়ে দেয় এবং এ সুযোগে অপরাধী পার পেয়ে যায়। নারী নির্যাতন এবং ধর্ষণের বিচার যদি দ্রুত করা সম্ভব হতো, তাহলে হয়তো বিচার পাওয়া সহজ হতো। আবার অনেক ক্ষেত্রে ধর্ষণের আলামত, স্বাস্থ্য পরীক্ষা এবং সাক্ষী-প্রমাণ হাজির করতে অনেক বেগ পেতে হয়ে কেননা স্থানীয় প্রশাসনের হাতে মামলার তদন্তের দায়িত্ব থাকায় তারা বিভিন্ন সময় স্থানীয় প্রভাবে মামলার অভিযোগপত্র দিতে দেরি করে এর কারণে বিচারপ্রার্থীরা বঞ্চিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়