শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০১ জুন, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ০১ জুন, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্র জয়শঙ্কর, রাজনাথ পেলেন প্রতিরক্ষার দায়িত্ব

আসিফুজ্জামান পৃথিল : ভারতের নতুন মন্ত্রীসভার দপ্তর বন্টন হয়েছে। বিজেপি সভাপতি অমিত শাহকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রনালয়। এর আগের মন্ত্রীসভার স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রনালয় এর গুরুদায়িত্ব। আর এই মন্ত্রীসভার সবচেয়ে বড় চমক, সাবেক আমলা ড. এস জয়শঙ্কর পেয়েছেন পররাষ্ট্র মন্ত্রনালয় এর পোর্টফোলিও।

স্বাস্থ্যগত কারণে এবার মন্ত্রী হতে অস্বীকৃতি জানিয়েছেন সুষমা স্বরাজ। তাই হাই প্রোফাইল পররাষ্ট্র পোর্টফোলিওর জন্য বেঁছে নেওয়া হয়েছে পররাষ্ট্র দপ্তরের সাবেক আমলা জয়শঙ্করকে। সাবেক প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন পেয়েছেন অর্থ ও কর্পোরেট কর্মকাণ্ড সংক্রান্ত মন্ত্রনালয় এর দায়িত্ব। নিতিন গড়কারি আর রবি শঙ্কর প্রসাদ থাকছেন আগের দায়িত্বেই। নিতুন সড়ক পরিবহন এবং হাইওয়ে মন্ত্রী আর রবি শঙ্কর আইন ও বিচারমন্ত্রী। রামবিলাস পাসওয়ান থাকছেন ভোক্তাস্বার্থ মন্ত্রী আর নরেন্দ্র সিং তোমারকে দেওয়া হয়েছে কৃষি ও কৃষক স্বার্থ সুরক্ষা মন্ত্রী। সদানন্দ গৌড়া পেয়েছেন রাসায়নিক ও সার মন্ত্রনালয় এর দায়িত্ব। আর পিযুশ গয়াল ও ধর্মেন্দ্র প্রধান থাকছেন তাদের আগের রেলওয়ে ও পেট্রোলিয়াম মন্ত্রনালয় এর দায়িত্বে।

রমেশ পোখরিওয়াল নিশাঙ্ক পেয়েছেন মানবসম্পদ উন্নয়নমন্ত্রীর দায়িত্ব। আদিবাসি নেতা অর্জুন মুন্ডা পেয়েছেন আদিবাসি মন্ত্রীর দায়িত্ব। স্মৃতি ইরানি পেয়েছেন যুগ্ন দায়িত্ব। তিনি পেয়েছেন নারী ও শিশু এবং বস্ত্র মন্ত্রনালয় এর দায়িত্ব। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ভূ-বিজ্ঞান মন্ত্রনালয় এর দায়িত্ব পেয়েছেন হর্ষ বর্ধন। প্রকাশ জাভেদকার পেয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তণ মন্ত্রনালয় এর দায়িত্ব। এছাড়াও তিনি তথ্য ও ব্রডকাস্টিং মন্ত্রীর দায়িত্ব পালন করবেন। রেলওয়ে ছাড়াও পিযুশ গয়াল বাণিজ্য ও শিল্প মন্ত্রনালয় এর অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। ধর্মেন্দ্র প্রধান পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসের পাশাপাশি ইস্পাত মন্ত্রনালয় এর দায়িত্বও পালন করবেন। প্রধান যোশি পেয়েছেন পার্লামেন্ট বিষয়ক মন্ত্রনালয়ং, কয়লা মন্ত্রনালয় এবং খনি মন্ত্রনালয় এর দায়িত্ব পেয়েছেন। মহেন্দ্রনাথ পান্ডে পেয়েছেন দক্ষতা উন্নয়ন মন্ত্রনালয় এবং উদ্যোগ মন্ত্রনালয় এর দায়িত্ব। অরবিন্দ গুপ্ত সায়ন্ত পেয়েছেন ভারী শিল্প এবং সরকারি প্রতিষ্ঠান মন্ত্রনালয়। গিরিরাজ সিং এর দায়িত্বে আছে পশুপালন, দুগ্ধ এবং মৎস মন্ত্রনালয়। জলশক্তি মন্ত্রী হয়েছেন গজেন্দ্র সিং শেখাওয়াত।

এই ২৪ জন মন্ত্রী ছাড়াও ৯ জন প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব পেয়েছেন। তাদের উপরে কোন মন্ত্রী নেই। এছাড়াও ২৪জন পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এরমধ্যে জেনারেল (অব.) ভিকে সিং পেয়েছেন সড়ক পরিবহন ও হাইওয়ের দায়িত্ব। বাবুল সুপ্রিয় পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রনালয়। পশ্চিমবঙ্গ থেকে নিয়োগ পাওয়া আরেক মন্ত্রী দেবশ্রী চৌধুরী পেয়েছেন নারী ও শিশু উন্নয়ন মন্ত্রনালয়। এছাড়াও প্রধানমন্ত্রী হিসেবে মোদীর হাতে থাকছে গণপূর্ত, জনপ্রশাসন ও পেনসন মন্ত্রনালয়, পারমানবিক শক্তি বিভাগ, মহাকাশ বিভাগ, নীতি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ বিভাগ এবং যেসকল পোর্টফোলিওতে কোন মন্ত্রী নেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়